বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan: ছেলেবেলায় মানসিক আঘাত জর্জরিত করেছিল, পুরনো কথা এখনও ভয় পাওয়ায় হৃতিককে

Hrithik Roshan: ছেলেবেলায় মানসিক আঘাত জর্জরিত করেছিল, পুরনো কথা এখনও ভয় পাওয়ায় হৃতিককে

হৃতিক রোশন।

ছোটবেলায় মানসিক ও শারীরক সমস্যায় ভুগছিলেন হৃতিক রোশন। নিজের মুখেই সেই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা। 

বলিউডের সুপুরুষ নায়কদের তালিকায় প্রথমেই নাম আসে হৃতিক রোশনের। তবে জানলে অবাক হবেন ছেলেবেলায় বডি ইমেজ ইস্যুতে ভুগেছিলেন হৃতিক। ৪৮ বছর বয়সে কম ওঠাপড়ার মুখে পড়তে হয়নি। সম্প্রতি নিজেই ছোটবেলার সেই অভিজ্ঞতা শেয়ার করে নিলেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে কথা বলতে শোনা গেল ছোটবেলার সেই ভয়ানক অভিজ্ঞতার ব্যাপারে। আসলে তিনি সেইসময় কথা বলতে গেলেন তোতলাতেন, আর তাই স্কুলে বন্ধুরা তাঁকে নিয়ে মস্করা করত। কোনও বন্ধু ছিল না। কেউ তাঁর সঙঘ্গে মিশতে চাইত না। বাড়িতেও আসত না। আর তিনি কাঁদতেন। শুধু একটা মেয়ে বন্ধু ছিল। 

সঙ্গে হৃতিকের কিছু সমস্যা ছিল মেরুদণ্ডে। তাই তাঁকে ডাক্তাররা পরামর্শ দিয়েছিল অভিনয়ের জগতে না আসার। কারণ তিনি কখনও নাচতে পারবেন না। ফলত তাঁকে গ্রাস করে হতাশা। যদিও একসময় তা কাটিয়ে ওঠেন। নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে কাজ করা শুরু করেন। 

আপাতত হৃতিকের সিনেমা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই খবরে রয়েছে তাঁর প্রেমজীবনও। সাবা আজাদকে ডেট করছেন হৃতিক। খবর, লিভ ইনে রয়েছেন সাবা ও তিনি। বিয়ে করার ইচ্ছেও রয়েছে। তবে তাঁর আগে একে-অপরকে আরেকটু জেনেবুঝে নিতে চান। 

কাজের সূত্রে, হৃতিককে শেষ দেখা গিয়েছে ‘বিক্রম বেদা’ সিনেমায় সইফ আলি খানের সঙ্গে। এরপর তাঁর দেখা মিলবে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ সিনেমায়। যাতে রয়েছেন দীপিকা পাড়ুকোন আর অনিল কাপুর।

বন্ধ করুন