আর মাত্র কয়েকটি দিন বাকি ফাইটার ছবিটি মুক্তি পেতে। তার আগে জমিয়ে চলছে এই ছবির প্রচার। আর সেই কারণেই ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসেছিলেন হৃতিক রোশন। তবে এখানে তাঁকে এদিন একেবারেই অন্য রূপে দেখা গেল।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে হৃতিক রোশনের গান
হৃতিক রোশন যে দারুণ অভিনয় এবং নাচ করেন সে কথা সকলেই জানেন। কিন্তু জানেন কি তিনি দারুণ ভালো গানও গান? হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। এদিন তিনি ইন্ডিয়ান আইডল ১৪ তে এসেছিলেন তাঁর আগামী ছবি ফাইটার এর প্রচার করতে। সেখানেই তাঁকে গান গাইতে দেখা গেল।
আরও পড়ুন: দেবের খাদানে থাকছে অঙ্কুশের ক্যামিও? ফিসফাস নিয়ে মির্জা বললেন, 'এখন এটাই ট্রেন্ড, তাই...'
আরও পড়ুন: বাবার পরকীয়ার 'কলঙ্ক' সইতে অপারগ মেয়ে, কেমন হল ঋত্বিক-রাইমার নয়া সিরিজ?
সোনি টিভির তরফে ইতিমধ্যে এই রিয়েলিটি শোয়ের আগামী পর্বের প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে এই শোয়ের এবারের অন্যতম প্রতিযোগী অঞ্জনা হৃতিককে ধরেন তাঁর সঙ্গে গান গাওয়ার জন্য। তিনি অভিনেতার কাছে আবদার করে বলেন, 'আপনি তো সেনোরিটা গানটা গেয়েছিলেন। তাহলে এখানে একটু গেয়ে শোনাবেন?' উত্তরে হৃতিক বলেন, 'গাওয়ার চেষ্টা করতে পারি যদি তুমি আমার সঙ্গ দাও।' এরপর তাঁদের একসঙ্গে জিন্দেগি না মিলেগি দোবারা ছবির হিট গান সেনোরিটা গাইতে দেখা যায়। অভিনেতার গান শুনে মুগ্ধ হয়ে যান বিচারকরা।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এই মানুষটা আর কী কী পারেন?' কেউ আবার লেখেন, 'একটাই তো মন আর কতবার জিতবেন?'
ফাইটার প্রসঙ্গে
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ফাইটার। ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এখানে হৃতিক রোশন ছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ।
ইন্ডিয়ান আইডল ১৪ প্রসঙ্গে
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।