১০ জানুয়ারি, ৪৯-এ পা রেখেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসায় সকলে ভরিয়ে দিয়েছেন বলিউডের গ্রিক গডকে। অভিনেতা শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান থেকে আরসালান গোনিও।
কোনও এক পার্টিতে ছবিতে একসঙ্গে পোজ দিয়েছেন হৃতিক এবং আরসালান। সেই ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে আরসালান লিখেছেন, ‘শুভ শুভ জন্মদিন হৃতিক রোশন।’ হৃতিকের প্রাক্তন স্ত্রী তথা ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানের সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছেন আরসালান। প্রাক্তন স্ত্রীর প্রেমিকের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা ইনস্টাগ্রাম স্টোরিতে রি-শেয়ার করেছেন হৃতিক। লিখেছেন, ‘ধন্যবাদ বন্ধু'।
ছবিতে বাদামী রঙের টি-শার্ট পরে ধরা দেন হৃতিক। বোকাদের মতো মুখ করে থাম্বস-আপ সাইন দিয়ে আরসালানের সঙ্গে পোজ দিয়েছিলেন। আরসালানের পরনে সাদা টি-শার্ট। বন্ধুর ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে হৃতিক। প্রাক্তন স্ত্রীর প্রেমিকের সঙ্গেও খুব ভালো সম্পর্ক হৃতিকের। আরও পড়ুন: আদিলকে বিয়ের পরই নাম পরিবর্তন! রাখি এখন ফতিমা, বিয়ের শংসাপত্রের ছবি ভাইরাল

হৃতিকের ইনস্টাগ্রাম স্টোরি
অন্যদিকে, প্রাক্তন স্বামী হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এ দিন নেটমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সুজান খান। ভিডিয়োতে হৃতিকের সঙ্গে তাঁর পরিবার, দুই ছেলে রেহান-হৃদান, বাবা-মা রাকেশ রোশন এবং পিঙ্কি রোশন সহ অন্যদের দেখা গিয়েছে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, রে (হৃতিক)... তোমার জীবনের সেরা এবং শক্তিশালী জিনিসগুলি আগামীতেও তোমার জন্য অপেক্ষা করছে। ঈশ্বর তোমায় অনেক আশীর্বাদ করুক। এখান থেকে আরও উপরে এবং আরও উপরে ওঠ।’
ভিডিয়োতে সুজানের বয়ফ্রেন্ড আরসালান গোনি এবং হৃতিকের বান্ধবী, অভিনেত্রী-গায়ক সাবা আজাদকেও দেখা গিয়েছে। পোস্টের মন্তব্যে আরসালান লিখেছেন, ‘শুভ শুভ জন্মদিন... শুভ কামনা তোমায় হৃতিক।’
৪৮ বছরে পা দিয়েছে বয়ফ্রেন্ড হৃতিক। প্রেমিকের জন্মদিনে আনন্দে আত্মহারা সাবা। জুটির বিয়ের গুঞ্জন এখন বলিউডের হট টপিক। তবে এ দিন হৃতিকের সঙ্গে একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন গায়িকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তুমি সবসময়ই প্রতিভাবান। বোকা এবং মটরশুটির মতো। সমস্ত ফলের মধ্যে অদ্ভুত। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ সাবার পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেতার-ভক্তরা।
প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক। প্রেমিকের পরিবার এবং দুই ছেলের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠেছে সাবার। নতুন ফ্ল্যাট কিনেছেন হৃতিক। ইতিমধ্যে একসঙ্গে থাকাও শুরু করেছেন তাঁরা।
উল্লেখ্য, ২০০০ সালের ডিসেম্বরে হৃতিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুজান খান। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ছেলেবেলার প্রেম, তারপর ১৪ বছরের সংসার। তবে বন্ধুত্বের সম্পর্কটা আজও অটুট। এমনকি ছেলেদের স্বার্থে এক ছাদের তলায় থাকতেও কুন্ঠাবোধ করেন না তাঁরা। বাবা-মা'র দায়িত্ব পালনে সর্বদাই দু-পা এগিয়ে হৃতিক-সুজান। প্রাক্তন হয়েও যে বন্ধু থাকা যায়, সন্তানদের সব দায়িত্ব পালন করা যায় তা দেখিয়ে দিয়েছেন দুজনে।