বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan on Pathaan: অনুপ্রেরণা জোগান শাহরুখকে, এবার পাঠান দেখে কী বললেন হৃতিক?

Hrithik Roshan on Pathaan: অনুপ্রেরণা জোগান শাহরুখকে, এবার পাঠান দেখে কী বললেন হৃতিক?

পাঠান দেখে মুগ্ধ 'কবীর' হৃতিক

Hrithik Roshan on Pathaan: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠানের ভূয়সী করলেন হৃতিক রোশন। ছবিটা যবে থেকে মুক্তি পেয়েছে তবে থেকেই একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে। দেখুন হৃতিক কী বললেন ছবি প্রসঙ্গে।

কবীরের মুখে পাঠানের ভূয়সী প্রশংসা! ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিদ্ধার্থ আনন্দের ওয়ার ছবিতে কবীরের চরিত্রে দেখা গিয়েছিল হৃতিক রোশনকে। এবার তাঁর মুখে শোনা গেল পরিচালকের নতুন ছবি পাঠানের কথা। শাহরুখ খান অভিনীত এই ছবির দারুণ প্রশংসা করেন তিনি। টুইটারে এই ছবির প্রশংসা করে তিনি শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে শুভেচ্ছা জানান দুর্দান্ত অভিনয়ের জন্য। গত বুধবার এই ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে।

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি রাতে হৃতিক টুইট করে লেখেন, 'কী দেখলাম! দুর্দান্ত দৃশ্য, অনবদ্য কিছু ভিজ্যুয়াল, টানটান স্ক্রিনপ্লে, দারুণ গান, এবং দুর্ধর্ষ কিছু চমক মুগ্ধ করল। সিড আপনি আবার করে দেখিয়ে দিলেন। আদি তোমার সাহস আবার আমায় মুগ্ধ করল। অনেক শুভেচ্ছা শাহরুখ, দীপিকা, জন সহ গোটা টিমকে।'

সিদ্ধার্থ আনন্দের শেষ ছবি ওয়ারও বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। হিট করেছিল ছবিটি। বিশ্বজুড়ে ছবিটি ৪৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এই ছবিতে হৃতিক রোশন এবং টাইগার শ্রফকে দেখা গিয়েছিল। বাণী কাপুরকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল।

শাহরুখের সঙ্গে প্রথমবার কভি খুশি কভি গাম ছবিতে কাজ করেছিলেন হৃতিক। সেখানে কিং খানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। এখন তিনি দীপিকার সঙ্গে তাঁর প্রথম ছবি ফাইটারের শ্যুটিং করছেন। এই ছবির পরিচালনাও করছেন সিদ্ধার্থ আনন্দ।

পাঠান ছবিতে নাম ভূমিকায় শাহরুখকে দেখা গিয়েছে। তাঁকে এই ছবিতে র-এর এজেন্টের চরিত্রে দেখা গিয়েছে। তাঁর বিপক্ষে ছিলেন জন আব্রাহাম ওরফে জিম। দীপিকা পাড়ুকোনকে এখানে একটি ইন্টারেস্টিং চরিত্রে দেখা গিয়েছে।

বন্ধ করুন