বাংলা নিউজ > বায়োস্কোপ > Saba Azad: স্যুটের থেকে ওড়না দামি! আলি-রিচার রিসেপশনে যেতে হৃতিকের বান্ধবী সাবার কত খরচ হল?

Saba Azad: স্যুটের থেকে ওড়না দামি! আলি-রিচার রিসেপশনে যেতে হৃতিকের বান্ধবী সাবার কত খরচ হল?

আলি-রিচার রিসেপশনে জমকালো সাজে সাবা আজাদ। 

Saba Azad Fashion: আলি ফাজল আর রিচা চাড্ডার বিয়েতে জমকালো সাজ হৃতিকের বান্ধবী সাবা আজাদের। তাঁর পোশাকের মোট দাম ১ লাখের থেকেও বেশি।

মঙ্গলবার মুম্বইতে বসেছিল আলি ফজল আর রিচা চাড্ডার গ্র্যান্ড রিসেপশন। যেখানে লেগেছিল তারকাদের মেলা। করণ জোহর, দিয়া মির্জা, সস্ত্রীক কবীর খান, আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও, লাভবার্ডস পুলকিত সম্রাট-কৃতি খরবান্দা, টাবু, স্বরা ভাস্কর, বিদ্যা বালন, তপসী পান্নু, কলকি কোয়চলিনদের সাজ ছিল মারকাটারি। তবে আলাদা করে নজর কেড়ে নেন হৃতিক রোশন আর সাবা আজাদ। আসলে এই অসমবয়সী প্রেম নিয়েই এখন যত চর্চা। সেভাবে পরিচিত ছিল না সাবার, তবে হৃতিকের সঙ্গে প্রেম করার পর থেকেই এখন নেট-নাগরিদের চোখ তার উপরেই থাকে। তাই তো, আলি-রিচার রিসেপশনে বেশ ভালোই পকেট খসাতে হয়েছে এই সুন্দরীকে।

Raw Mango ব্র্যান্ডের স্যুট আর দুপাট্টা পরেছিলেন সাবা। সবুজ রঙের স্যুটটির দাম যেখানে ৫৭,৮০০ টাকা, সেখানে ওড়নার দাম ৯৫,০০০। মানে মোট হিসেব করলে সাবার পরা পোশাকটির মূল্য এদিন ছিল ১ লাখ ৫২ হাজার ৮০০ টাকা। সাজে সেরকম বাহুল্য ছিল না। মাঝে সিঁথি করে খোঁপা, লাল লিপস্টিক, গলায় আর কানে হিরের গয়না। সব মিলিয়ে বেশ ঝলমল করছিলেন।

চলতি বছরের শুরু থেকে সাবা আর হৃতিকের প্রেমের ফিসফাস। প্রথমে একটু লুকোছাপা থাকলেও পরে সকলের সামনে আসতে শুরু করেন। করণ জোহরের বার্থ ডে পার্টিতে প্রথম সাবার হাত ধরে অফিসিয়াল এন্ট্রি হয়েছিল হৃতিকের। ছুটি কাটাতে যাওয়ার সময় মুম্বই এয়ারপোর্টেও লেন্সবন্দি হয়েছিলেন হাত ধরাধরি করে। শুধু রোশন পরিবার নয়, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজনেরও খুব পছন্দ সাবাকে। এখন শুধু বিয়েটা করে নেওয়ার অপেক্ষা।

প্রসঙ্গত, রিচা-আলির বিয়েতে হাজির ছিলেন সুজন খানও, সঙ্গে প্রেমিক আরসালান গোনি। সঞ্জয় খান কন্যা চুটিয়ে প্রেম করছেন আরসালানের সঙ্গে। সামনের বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলেও খবর। ২০০০ সালের ডিসেম্বরে হৃতিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুজান, ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। একে-অপরের নতুন সম্পর্ক দুজনেই মেনে নিয়েছেন খোলামনে। সম্পর্কের এক নতুন দিক দেখিয়েছেন তাঁরা।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.