বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan's Son's Birthday: ‘আদরের নাতি…’ ১৫ বছরে পা হৃতিক পুত্র হৃদানের, মিষ্টি বার্তা ঠাকুমা পিঙ্কি রোশনের

Hrithik Roshan's Son's Birthday: ‘আদরের নাতি…’ ১৫ বছরে পা হৃতিক পুত্র হৃদানের, মিষ্টি বার্তা ঠাকুমা পিঙ্কি রোশনের

১৫ বছরে পা হৃতিক পুত্র হৃদানের

Hrithik Roshan's Son's Birthday: হৃতিক এবং সুজেন খানের ছেলে হৃদান ১৫ বছরে পা দিল। নাতির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পোস্ট লিখলেন অভিনেতার মা পিঙ্কি রোশন।

হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান সদ্যই ১৫ বছরে পা দিল। মের ১ তারিখে তাঁর জন্মদিন। নাতির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ একটি পোস্ট শেয়ার করলেন অভিনেতার মা পিঙ্কি রোশন। তাঁর দুই নাতির সঙ্গে একাধিক ছবি শেয়ার করে তিনি সেই পোস্ট লেখেন। কিছু ছবিতে হৃতিক এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজেনকেও দেখা গিয়েছে।

হৃদানের সঙ্গে কাটানো বড়দিন থেকে পারিবারিক ছুটি কাটানোর মুহূর্তের ছবি সব কিছুই শেয়ার করেছেন পিঙ্কি তাঁর এই পোস্টে। সঙ্গে তিনি সেখানে লেখেন, 'আমার আদরের নাতি। কখনও ভুলবে না আমি তোমায় কতটা ভালোবাসি। যত বড় হবে জীবনে নানা চ্যালেঞ্জের মুখে পড়বে। কিন্তু মনে মনে এটা বিশ্বাস করবে যে যাই হয়ে যাক না কেন তিনি ঠিক সেটা অতিক্রম করতে পারবে। কোনওদিন হারবে না। হ্যাঁ, জীবনে পথ চলতে গিয়ে হার জিত আসবেই, একই সঙ্গে শিখবে। স্বপ্ন দেখো, প্ল্যান করো এবং নিজের সেরাটা উজাড় করে দাও। অনেক ভালোবাসে তোমায় ঠাকুমা। শুভ জন্মদিন হৃদান।'

২০০০ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন হৃতিক এবং সুজেন। তাঁদের বড় ছেলে হৃহান ২০০৬ সালে এবং হৃদান ২০০৮ সালে জন্ম নেয়। এরপর ২০১৪ সালে আলাদা হয়ে যান অভিনেতারা। যদিও তাঁদের মধ্যে এখনও সুসম্পর্ক আছে। দুজনে মিলে তাঁদের সন্তানদের মানুষ করছেন। বর্তমানে সুজেন আর্সলান গোনির সঙ্গে সম্পর্কে আছেন। আর হৃতিক সাবা আজাদের সঙ্গে প্রেম করছেন।

হৃতিক এবং সাবাকে অভিনেতার দুই ছেলেকে নিয়ে হামেশাই বাইরে ছুটি কাটাতে যেতে দেখা যায়। হৃতিককে শেষবার বিক্রম বেদা ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে সিদ্ধার্থ আনন্দের ফাইটার এবং পরে যশ রাজ স্পাইভার্সের ওয়ার ২ ছবিতে দেখা যাবে।

বন্ধ করুন