বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik-Saba: বরফের মজা নিলেন হৃতিক বান্ধবী সাবাকে নিয়ে, পাশে নিতে ভুললেন না দুই ছেলেকেও

Hrithik-Saba: বরফের মজা নিলেন হৃতিক বান্ধবী সাবাকে নিয়ে, পাশে নিতে ভুললেন না দুই ছেলেকেও

সুইৎজারল্যান্ডে সপরিবারে হৃতিক

Hrithik-Saba: ক্রিসমাসে সুইৎজারল্যান্ড থেকে দুই ছেলের সঙ্গে ছবি শেয়ার করেছেন হৃতিক। সঙ্গে রয়েছেন প্রেমিকা সাবা আজাদও।

প্রেমিকা সাবা আজাদের সঙ্গে বড় দিনের আমেজে মেতে উঠেছেন অভিনেতা হৃতিক রোশন। সপরিবারে কাটাচ্ছেন সুইৎজারল্যান্ডে। ক্রিসমাস সেলিব্রেশনের ঝলক শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়। সাদা বরফের চাদরে মোড়া পাহাড়ি রাস্তা, দুই ছেলে রেহান এবং হৃদানও বিদেশে ছুটি কাটাচ্ছে বাবা হৃতিকের সঙ্গে।

গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ এখন যেন হৃতিকের পরিবারের সদস্য হয়ে উঠেছেন। প্রায় অনুষ্ঠানে অভিনেতার বাড়ির পারিবারিক ছবির ফ্রেমে সাবার দেখা মেলে। তেমনি ক্রিসমাসে সুইৎজারল্যান্ড থেকে শেয়ার করা হৃতিকের ছবিতেও দেখা মিলল সাবার। ছবিতে সকলের গায়ে গরম পোশাক। ঝিরিঝিরি বরফ পড়ছে। তাই সবাই ছাতা মাথায় একই রকমের পোজ দিয়েছেন। যেন মনে হচ্ছে নাচের ছন্দে মেতে উঠেছেন। ছবি শেয়ার করে সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা।

আরও পড়ুন: ‘পাঠান যে হলে মুক্তি পাবে, সেগুলি জ্বালিয়ে দিন’, বিতর্কের আগুনে ঘি ঢাললেন অযোধ্যার সাধু

বড়দিনের ছুটি কাটাতে বিদেশ পাড়ি দিয়েছেন হৃতিক। এক সপ্তাহ আগে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁদের। হৃতিকের সঙ্গে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন প্রেমিকা সাবা আজাদ এবং দুই পুত্র রিহান এবং হৃদান।

প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক। তবে বিয়ে ভাঙলেও হৃতিকের সব খুশিতে শামিল হন সুজান, আবার সুজানের ক্ষেত্রেও তেমনটাই করে থাকেন হৃতিক। অন্য়দিকে, অভিনেতা আলি গোনির দাদা আরসলান গোনির সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী তথা সঞ্জয় খান কন্যা।

২০০০ সালের ডিসেম্বরে হৃতিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুজান, ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ছেলেবেলার প্রেম, তারপর ১৪ বছরের সংসার। তবে বন্ধুত্বের সম্পর্কটা আজও অটুট। এমনকি ছেলেদের স্বার্থে এক ছাদের তলায় থাকতেও কুন্ঠাবোধ করেন না তাঁরা। বাবা-মা'র দায়িত্ব পালনে সর্বদাই দু-পা এগিয়ে হৃতিক-সুজান। প্রাক্তন হয়েও যে বন্ধু থাকা যায়, সন্তানদের সব দায়িত্ব পালন করা যায় তা দেখিয়ে দিয়েছেন দুজনে।

বন্ধ করুন