'ইশক ভিশক রিবাউন্ড'-এর হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশন। আর এবার বোনের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হৃতিক। পশমিনার প্রথম ছবি 'ইশক ভিশক রিবাউন্ড'-এ তাঁর অভিনয় দেখার পর, পশমিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁর প্রতিভার প্রশংসা করেন হৃতিক। লেখেন মন ছুঁয়ে যাওয়া ক্যাপশন।
তিনি লেখেন, 'তোমাকে আসলে চেনা এবং বড় পর্দায় তোমায় দেখার মধ্যে বেশ একটা পার্থক্য রয়েছে। আমি অবাক হয়ে তোমার অভিনয় দেখছিলাম আর দেখতে দেখতে মনে হচ্ছিল যেন হারিয়ে যাচ্ছি। আমার জন্য এটা সত্যি খুব আনন্দের একটা অভিজ্ঞতা। আমার জীবনে আসা অন্যান্য খুশির মুহূর্তগুলির থেকে এটা কোনও অংশে কম নয়, পশ (দাদা হৃতিকের দেওয়া পশমিনার আদুরে ডাক নাম)।'
আরও পড়ুন: ‘পদাতিক’ নিয়ে বলতে গিয়ে 'পালান' ও 'চালচিত্র এখন'-এর প্রসঙ্গ টেনে যা বললেন সৃজিত
নায়ক আরও লেখেন, 'বিশ্বাস করো, তোমার মধ্যে গগনচুম্বী সম্ভাবনা রয়েছে এবং খুব শীঘ্রই তুমি সেটার প্রকাশ করবে, আমি জানি, ঠিক যেমন তোমার প্রথম ছবি 'ইশক ভিশক রিবাউন্ড'-এ তুমি প্রকাশ করেছ। তোমার উপস্থিতির মধ্যে সত্যি একটা আলাদা বিশেষ ব্যাপার রয়েছে। যখন তুমি এটা বুঝতে পারবে তখন নিজেই সেটাকে আরও সুন্দর করে প্রকাশ করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে, সর্বোপরি নিজের মধ্যে লালন করতে পারবে। এগিয়ে যাও পশ (দাদা হৃতিকের দেওয়া পশমিনার আদুরে ডাক নাম)। কখন থেমে যেও না। আমি তোমার জন্য গর্বিত। আমার অনেক ভালোবাসা নিও। তোমার প্রিয় ডুজ্ঞু ভাইয়া।'
আরও পড়ুন: 'আমি বন্ধুদের ফোনের অপেক্ষা করি না…', অকপট রুকমা
পশমিনা সুরকার রাজেশ রোশনের মেয়ে এবং চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের ভাইজি। প্রসঙ্গত, 'ইশক ভিশক' নস্ট্যালজিয়া আবার ফিরেছে রুপোলি পর্দায়। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে দেখা গিয়েছিল শাহিদ কাপুর ও অমৃতা রাওকে। কলেজ জীবনের প্রেম-ভালোবাসা-রোম্যান্সে মজেছিল দর্শক। এই ছবির হাত ধরেই শাহিদ কাপুর এবং অমৃতা রাও-এর বলিউডে পথ চলার শুরু। আর এবার তাঁদের মতো পশমিনাও এই ছবির সিক্যুয়েল দিয়ে শুরু করলেন বলিউডে নতুন যাত্রা। পশমিনা ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে রোহিত সরাফ, জিবরান খান এবং নায়লা গ্রেওয়ালকে। চলতি বছরের ২৮ জুন মুক্তি পাবে ছবিটি।