হৃতিক রোশন তাঁর প্রথম ছবি ‘কাহো না... প্যায়ার হ্যায়’-এর মুক্তির ২৫ বছর উদযাপন করছেন। প্রথম ছবি দিয়ে রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন ডুগ্গু। গত সপ্তাহেই রি-রিলিজ করেছে ছবিটি। এরই মাঝে সেই সময়ের একটি হাতে লেখা নোট শেয়ার করলেন তিনি। যখন তিনি নিজের প্রথম ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
হৃতিক সেটি শেয়ার করে লিখলেন, ‘২৭ বছর আগে আমার হাতে লেখা নোট। আমার প্রথম ছবি 'কহো না প্যায়ার হ্যায়-এর জন্য অভিনেতা হিসেবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মনে আছে আমি কতটা নার্ভাস ছিলাম। এখনও সিনেমা শুরু করার সময় আমি এভাবেই নার্ভাস হয়ে পড়ি। আর সেটা প্রকাশ করতে আমি বিব্রতও হয়ে পড়তাম, কিন্তু ইন্ডাস্ট্রিতে ২৫ বছর থাকার পরে আমি মনে করি এবার এই নিয়ে কথা বলা যেতেই পারে।’
আরও পড়ুন: সারাক্ষণ ‘ন্যাকামো’, মা বাবাকে তুই-তোকারি দুই অভিনেত্রী বোনের! ট্রোলে কী জবাব দিলেন অলকানন্দা
‘তাহলে এখন পর্যন্ত, কী পরিবর্তন হয়েছে? আমি এই পৃষ্ঠাগুলি দেখি এবং বুঝতে পারি-একেবারে কিছুই না। ভালো জিনিস? খারাপ জিনিস? ঠিক এই রকমই হয়। শুধু প্রক্রিয়া বদলায়।’, আরও লেখেন হৃতিক রোশন।
এরপর ভক্ত ও অনুগামীদের ধন্যবাদ জানিয়ে হৃতিক রোশন লিখেছেন, ‘অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ অনেক কিছু করার বাকি আছে।’
আরও পড়ুন: এখনও নেভেনি লস অ্যাঞ্জেলসের আগুন! দাবানলের কারণে বাতিল অস্কারের এই অনুষ্ঠান
১০ জানুয়ারি ছিল হৃতিক রোশনের ৫১তম জন্মদিন। অভিনেতার জন্মদিন উপলক্ষে এবং তাঁর ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষে সারাদিন জুড়ে আরও একবার রিলিজ হয় ‘কহো না পেয়ার হ্যায়’। শুরুতে কহো না প্যায়ার হ্যায় ছবিতে হৃতিকের নায়িকা নির্বাচিত হয়েছিলেন করিনা কাপুর। কানাঘুষো শোনা যায়, অভিষেক বচ্চনের নায়িকা হিসাবে মেয়েকে লঞ্চ করতে এই ছবি থেকে করিনাকে সরিয়ে নেন ববিতা। যদিও আমিশা আবার বছর কয়েক আগে দাবি করেছিলেন করিনাকে বাদ দেন রাকেশ রোশন।
তারপর তো বাদবাকি ইতিহাস। এখনও বলিউডের অন্যতম জনপ্রিয় ছবির তলিকায় নাম আসে ‘কহো না প্যায়ার হ্যায়’এর। এমনকী, মাঝেমধ্যেই এই সিনেমার সিক্যুয়াল আসার দাবিও করতে থাকেন দর্শক-অনুরাগীরা।