বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik-Saba: গাড়ির মধ্যে ১৭ বছরের ছোট প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ হৃতিক,ভিডিয়ো ফাঁস হতেই শোরগোল

Hrithik-Saba: গাড়ির মধ্যে ১৭ বছরের ছোট প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ হৃতিক,ভিডিয়ো ফাঁস হতেই শোরগোল

হৃতিক-সাবার অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল সোশ্যালে

Viral Video: এয়ারপোর্টে সাবার ঠোঁটে ঠোঁট রাখলেন হৃতিক। জুটির চুুমুর মুহূর্ত ভাইরাল নেটমাধ্যমে। 

প্রেমে পড়া বারণ নয়! আর প্রেমে ডুকে থাকলে মনের মানুষকে ছেড়ে থাকাটা বড্ড কষ্টের, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন হৃতিক-সাবা। প্রেমে স্বীকৃতি দিয়েছেন আগেই, আজকাল হামেশাই একসঙ্গে লেন্সবন্দি হন এই তারকা জুটি। সোমবার মুম্বই এয়ারপোর্টে একসঙ্গে পাওয়া গেল দুজনকে। শ্যুটিংয়ের কাজে বিদেশে যাচ্ছেন হৃতিক, তাঁকে ‘গুডবাই’ জানাতে হাজির প্রেমিকা। গাড়ি থেকে নামবার আগে সাবার ঠোঁটে ঠোঁট রাখলেন হৃতিক। আবেশে চোখ বুজে এল সাবার, এই গভীর চুম্বনের দৃশ্য সিকিউরিটিদের বাধা টপকে লেন্সবন্দি হয়ে যায় পাপারাৎজিদের ক্যামেরায়।

হৃতিক গাড়ি থেকে নামবেন বলে আগেভাগেই ক্যামেরা তাক করে রেখেছিলেন ছবি শিকারিরা, তবে এমন রোম্যান্টিক দৃশ্য ধরা পড়বে ক্যামেরায় তা কে জানত! এই গদগদ প্রেমের ঝলক দেখে উচ্ছ্বসিত হৃতিক অনুরাগীরা। হৃতিক-সাবার এই অন্তরঙ্গ মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়।

এদিন কালো রঙা কার্গো প্যান্ট আর অলিভ রঙা জ্যাকেটে ধরা দিলেন হৃতিক, চোখে রোদচশমা, মাথায় টুপি। ৪৮ বছরেও অভিনেতার হ্য়ান্ডসাম লুক থেকে চোখ ফেরানো দায়! এদিন স্পোর্টস ব্রা আর সবুজ প্যান্টে এয়ারপোর্টে হাজির ছিলেন সাবা। গাড়ি থেকে কয়েক সেকেন্ডের জন্য নেমে হৃতিকের এক সঙ্গীকে আলিঙ্গন করতে দেখা গেল তাঁকে।

নিজেদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই খোলামেলা হৃতিক-সাবা। ১৭ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে নিজের প্রেমের গল্পে হৃতিক শিলমোহর দিয়েছেন অনেক আগেই। দুজনের প্রেম এক কথায় জমে ক্ষীর! সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভালোবাসা জাহির করতেও কোনও কিন্তু বোধ নেই দুজনের। পরস্পরের হাতে হাত ধরে কোনও ডিনার ডেট , আবার কখনও মুভি ডেটে লেন্সবন্দি হন তাঁরা। সাবা এখন রোশন পরিবারেরই একজন হয়ে উঠেছেন। যে কোনও পারিবারিক সেলিব্রেশনে তাঁর উপস্থিতি চোখে পড়ে। হৃতিকের দুই ছেলে রিহান ও রিদানের সঙ্গেও দারুণ ভাব সাবা আজাদের।

দিন কয়েক আগে খবর রটেছিল একসঙ্গেই থাকছেন এই প্রেমিক জুটি। যদিও সহবাসের খবরে জল ঢালেন হৃতিক। জুটির বয়সের পার্থক্য নিয়ে চর্চা কম নয়। মাঝেমধ্যেই তা নিয়ে নানা কটাক্ষ ধেয়ে আসে তাঁদের দিকে। কিন্তু যাবতীয় নেতিবাচকতাকে দূরে সরিয়ে নিজেদের শর্তে বাঁচছেন তাঁরা। এখন দেখবার কবে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক রোশন। ২০০০ সালে ভালোবেসে সুজান খানকে বিয়ে করেছিলেন হৃতিক, তবে ১৪ বছর পর ভেঙে যায় সেই বিয়ে।

প্রসঙ্গত বক্স অফিসে হৃতিকের শেষ রিলিজ ছিল ‘বিক্রম বেদা’। শীঘ্রই দীপিকার সঙ্গে ‘ফাইটার’ ছবিতেও দেখা যাবে হৃতিককে।

বন্ধ করুন