'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' বক্স অফিসে সফল। বিশ্ব জুড়ে ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনীত এই ছবি। আপাতত এই ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি নিয়ে পরিকল্পনা চলছে। গুঞ্জন, মুখ্য চরিত্রে দেখা যেতে পারে হৃতিক রোশনকে।
জল্পনা জিইয়ে রেখে এ প্রসঙ্গে হৃতিক বলেন, 'কী ঘটছে? কিছুই তো ঘটছে না। ফাইটারের শ্যুট শুরু হবে। যে ছবিগুলি নিয়ে কথা হচ্ছে হয়তো সেগুলিও হতে পারে।'
'ফাইটার'-এ হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুরও অভিনয় করবেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে। আপাতত 'বিক্রম ভেদা'র প্রচার নিয়ে তিনি ব্যস্ত। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই অ্যাকশন-থ্রিলারটি।
অয়ন মুখোপাধ্যায় ইতিমধ্যেই 'ব্রহ্মাস্ত্র'র দ্বিতীয় কিস্তির পরিকল্পনা শুরু করে ফেলেছেন। জানা গিয়েছে, ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি।
(আরও পড়ুন: ‘সব তথ্য ভুল’, ব্রহ্মাস্ত্র ছবির আসল বাজেট ফাঁস করলেন রণবীর কাপুর)
৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন অয়ন। সেই গল্পের কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী। তার প্রেমিকা ইশার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। তাঁদের সঙ্গেই অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় এবং শাহরুখ খানের উপস্থিতি এই ছবিকে ব্যবসার নিরিখে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এ বার কি এই ফ্র্যাঞ্চাইজের সঙ্গে জুড়বে হৃতিকের নাম? এখন সেটাই দেখার।