বাংলা নিউজ > বায়োস্কোপ > গত দশকে বিশ্বের সবচেয়ে আবেদনময় এশীয় পুরুষ হৃত্বিক রোশন

গত দশকে বিশ্বের সবচেয়ে আবেদনময় এশীয় পুরুষ হৃত্বিক রোশন

এশিয়ার সবচেয়ে আবেদনময় পুরুষ হৃত্বিক রোশন (সৌজন্যে-ইন্সটাগ্রাম)

গত দশ বছরে বিশ্বের সবচেয়ে আবেদনময় এশীয় পুরুষের শিরোপা পেলেন হৃত্বিক রোশন । বুধবার লন্ডনে এই তালিকা প্রকাশ করল জনপ্রিয় ব্রিটিশ ম্যাগাজিন 'ইস্টার্ন আই'।
  • এই খেতাবকে নিজের ব্যক্তিগত কৃতিত্ব হিসাবে মানতে নারাজ অভিনেতা'। 'ওয়ার' তারকা জানান, 'আমি মনে করি না জীবনের বৃহত্তর ক্ষেত্রে মানুষের বাহ্যিক সৌন্দর্য খুব বেশি কাজে লাগে না ।
  • নতুন বছরেই ৪৬ এ পা দেবেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন। তবে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নয় এশিয়ার অন্যতম সুদর্শন পুরুষ হৃত্বিক রোশন । বয়স বাড়লেও তাঁর সেই আবেদনে ভাটা পড়ে নি লেশমাত্র। তাই তো শুধু ২০১৯ এর নয়, গত দশ বছরে বিশ্বের সবচেয়ে আবেদনময় এশীয় পুরুষের শিরোপা পেলেন হৃত্বিক রোশন । বুধবার লন্ডনে এই তালিকা প্রকাশ করল জনপ্রিয় ব্রিটিশ ম্যাগাজিন 'ইস্টার্ন আই'। সারা বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের ভোটের বিচারেই এই তালিকা প্রকাশ করা হয়। দুটি তালিকাকেই বাজিমাত করেছেন 'কাবিল' তারকা । এব্যাপারে হৃত্বিক জানালেন, 'আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে ভোট দিয়েছে, আমি অভিভূত। যদিও এই খেতাবকে নিজের ব্যক্তিগত কৃতিত্ব হিসাবে মানতে নারাজ অভিনেতা'। 'ওয়ার' তারকা জানান, 'আমি মনে করি না জীবনের বৃহত্তর ক্ষেত্রে মানুষের বাহ্যিক সৌন্দর্য খুব বেশি কাজে লাগে না । আমাকে কেমন দেখতে সেই নিয়ে আমি মাথা ঘামাই না। কোনো মানুষের জীবনের আকর্ষনীয় বিষয়টি হল তাঁর উঠাপড়ার লড়াই, তাঁর জার্নি, কীভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সে অভ্যস্ত । পর্দায় প্রতিটি চরিত্রের মতো দেখতে লাগাটা আমার কাজ,সেটার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়' । প্রসঙ্গত আগামী মাসেই ইন্ডাস্ট্রিতে দু দশক পূর্ন করে ফেলবেন অভিনেতা ।

    হৃত্বিকের এই সাফল্যে একটুও অবাক নন ম্যাগাজিনের সম্পাদক আসজাদ নাজির। তাঁর মতে, '১৬ বছর আগে যখন এই ভোটাভুটি শুরু হয়েছিল তখন থেকেই হৃত্বিক রোশন অন্যতম চর্চিত তারকা । তাঁর গ্রীক গড সুলভ লুক এবং বলিষ্ঠ চেহারাই হৃত্বিককে নিয়ে এই উন্মাদনার কারণ' ।

    হৃত্বিকের পাশাপাশি এই তালিকায় দু নম্বরে জায়গা করে নিয়েছেন শাহিদ কাপুর এবং সকলকে চমকে দিয়ে তিন নম্বরে জায়গা পাকা করেছেন টেলিভিশনে জনপ্রিয় নায়ক ভিভিয়ান ডিসেনা । এশীয়ার সবচেয়ে আবেদনময় পুরুষের তালিকায় চার নম্বরে রয়েছেন হৃত্বিকের ওয়ার কো-স্টার টাইগার শ্রফ এবং পাঁচ নম্বরে স্থান পেয়েছেন পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ পপ তারকা জায়েন মালিক । বিনোদন জগতের তারকারা ছাড়াও এশিয়ার সবচেয়ে আবেদনময় পুরুষের তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি । তালিকায় সাত নম্বরে রয়েছেন বিরাট ।


    বন্ধ করুন