বাংলা নিউজ > বায়োস্কোপ > গার্লফ্রেন্ডের সঙ্গে বিদেশে যাচ্ছেন হৃতিক, সঙ্গে নিয়ে নিলেন দুই ছেলেকে!

গার্লফ্রেন্ডের সঙ্গে বিদেশে যাচ্ছেন হৃতিক, সঙ্গে নিয়ে নিলেন দুই ছেলেকে!

সাতসকালে মুম্বই বিমানবন্দরে কী করছিলেন হৃতিক?

Hrithik Roshan was seen at Airport: বড়দিনের ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিলেন হৃতিক রোশন। সঙ্গে গেলেন সাবা আজাদ, এবং হৃতিকের দুই পুত্র, হৃদান এবং রিহান। কোথায় গেলেন তাঁরা ছুটি কাটাতে?

বড়দিনের ছুটি কাটাতে বিদেশ পাড়ি দিলেন হৃতিক রোশন। তবে একা নন। তাঁর সঙ্গে গেলেন তাঁর প্রেমিকা সাবা আজাদ এবং দুই পুত্র রিহান এবং হৃদান। তাঁদের মঙ্গলবার ভোরবেলা মুম্বই বিমানবন্দরে দেখা যায়। একদিন আগেই হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের বর্তমান প্রেমিক আর্সলান গোনির জন্মদিন ছিল। সেদিন অভিনেতা তাঁকে শুভেচ্ছাও জানান।

এদিন বিমানবন্দরে অভিনেতাকে একটি কালো রঙের টিশার্ট এবং বেইজ রঙের প্যান্টে দেখা যায়। তার সঙ্গে তিনি একটি সবুজ রঙের জ্যাকেট পরেছিলেন। অন্যদিকে সাবার পরনে ছিল একটি নিওন সবুজ রঙের একটি পোশাক। রিহান এবং হৃদানকে কালো রঙের পোশাকে দেখা যায়। একজন ফটোগ্রাফার হৃতিকের ছবি তুলতে চাইলে তিনি বলেন, 'আরে ভাই আমরা এমনই দেরি করে ফেলেছি, এখন দৌড়াচ্ছি।' তাঁদের সঙ্গে পরিবারের আরও একজনকে দেখা যায়।

সোমবার আর্সলানের জন্মদিনের দিন সোমবার অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, সেখানে তাঁকে, সুজান, তাঁর ভাই জায়েদ খান এবং আর্সলানকে দেখা যায়। তিনি এই ছবি স্টোরিজে পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন আর্সলান গোনি। আগামী বছর খুব ভালো কাটিও, সুস্থ থেকো।'

সুজান খানও তাঁর প্রেমিককে শুভেচ্ছা জানাতে ভোলেন না তাঁর বিশেষ দিনে। তিনি একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন এদিন, সেখানে তাঁদের একাধিক সুন্দর মুহূর্তের ছবি দেখা যায়। সেগুলো পোস্ট করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমার দেখা সেরা মানুষ তুমি। তোমার কারণেই আমি আরও ভালো মানুষ হয়ে ওঠা চেষ্টা করছি। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা তুমিই।' আর্সলান তাঁর এই পোস্টে কমেন্ট করেন। তিনি লেখেন, 'অনেক ধন্যবাদ আমার ভালোবাসা।' সাবা আজাদও এদিন আর্সলানকে শুভেচ্ছা জানান।

২০০০ সালে সুজানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হৃতিক। ২০১৪ সালে তাঁরা আলাদা হয়ে যান। তাঁদের দুটি ছেলে আছে, রিহান এবং হৃদান। তাঁদের বিয়ের আয়ু ফুরিয়ে গেলেও তাঁরা এখনও ভীষণ ভালো বন্ধু। এবং একত্রে তাঁদের দুই সন্তানকে মানুষ করছেন।

বন্ধ করুন