বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan: হৃত্বিকের মেরুদণ্ডের যা হাল, সুঠাম শরীর বানানো ওঁর জন্য বিপদজনক, বলেন চিকিৎসকরা

Hrithik Roshan: হৃত্বিকের মেরুদণ্ডের যা হাল, সুঠাম শরীর বানানো ওঁর জন্য বিপদজনক, বলেন চিকিৎসকরা

হৃত্বিক রোশন

‘২০০০ সালে কহোনা প্যায়ার হ্যায় তৈরির আগে সেই ছবিতে নায়কের ভূমিকায় কাকে নেওয়া যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম। আমাকে একজন বললেন নতুন মুখ নিন, কারণ রোম্যান্টিক ছবি। হৃত্বিক তখন খুবই রোগা ছিল। তার উপর চিকিৎসকরা বলেছিলেন, হৃত্বিক কখনওই মেরুদণ্ডের সমস্যার জন্য সুন্দর সুঠাম শরীর তৈরি করতে পারবেন না।

সালটা ২০০০, 'কহোনা প্যায়ার হ্যায়'-এর হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন হৃত্বিক রোশন। তারপর হৃত্বিককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বরাবরই হৃত্বিকের ফিটনেস, চেহারা হয়ে উঠেছে ঈর্ষার বিষয়। তবে অনেকেই হয়ত জানেন না চিকিৎসকরা হৃত্বিককে কোনওভাবেই নায়কসুলভ শরীর তৈরি না করার পরামর্শ দিয়েছিলেন। আর সেটা হয়েছিল প্রথম ছবি 'কহোনা প্যায়ার হ্যায়'-এর শ্যুটিং শুরুর ঠিক আগে। চিকিৎসকদের কথা শুনে নিরাশ হতে হয়েছিল।

সম্প্রতী ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে এসে হৃত্বিকের কেরিয়ার শুরুর স্মৃতিতে ফিরে যান রাকেশ রোশন। হৃত্বিকের গর্বিত বাবা হিসাবেই কথাগুলি বলেন রাকেশ রোশন। তাঁর কথায়,  আবার নাচতেও পারবেন না। প্রথমদিনে এমন নেতিবাচক কথা শুনে ভেঙে পড়েছিল হৃত্বিক। তবে ও চ্যালেঞ্জ নিয়েছিল, প্রথমদিকে বই নিয়ে পরে ডাম্বল নিয়ে শরীরচর্চা শুরু করেছিল ও।’

আরও পড়ুন-চেঞ্জমেকার অ্যাওয়ার্ডস ২০২৩-এর মঞ্চে সম্মানিত হলেন অস্কার জয়ী গুণিত মঙ্গা

আরও পড়ুন-মাত্র ১৮০০ টাকা পেতাম, অটো করে যেতে দেখে অপ্রস্তুত হয়ে যান মেকআপ শিল্পী : স্মৃতি

এর আগে হৃত্বিক ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার শরীর, শিরদাঁড়া অ্যাকশন ছবি করার মতো, কিংবা নাচ করার মতো শক্তপোক্ত নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে আমি বিষয়টা চ্যালেঞ্জ হিসাবে নি। আ। আজকে আমি আপনাদের সামনে এভাবে নিজেকে দাঁড় করাতে পেরেছি, তাতে ভীষণ খুশি। এটা কিন্তু অলৌকিক কিছু নয়, আমি ২৫তম ছবিতে কাজ করছি, অ্যাকশন করছি, নাচ করছি, সংলাপ বলছি, সবই দিব্যি করছি, কোনও সমস্যা নেই।’

২০০০ সালে রাকেশ রোশনের পরিচালনায় 'কহোনা প্যায়ার হ্যায়' ব্লকবাস্টার হয়। যেখানে দ্বৈত ভূমিকায় অভিনয় করেন বলিউডের গ্রিক গড। বিপরীতে ছিলেন আমিশা প্যাটেল। খুব শীঘ্রই সিদ্ধার্থ আনন্দের অ্য়াকশন ছবি 'ফাইটার'-এ দেখা যাবে হৃতিককে, বিপরীতে থাকছেন দীপিকা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন