বলিউডের গ্রিক গড বলা হয় হৃতিক রোশনকে। তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই অভিনেতার সৌন্দর্যে থাকে মুগ্ধ। তবে এবার চর্চায় অভিনেতার ছেলে হৃদান। সম্প্রতি এক ইভেন্টে দেখা মিলল তাঁর। আর তারপর থেকেই চর্চায় এই তারকা-সন্তান। নেটিজেনদের দাবি, ‘এ তো বাবার জেরক্স কপি’।
রবিবার হৃদান তাঁর বাবা হৃতিকের সঙ্গে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডকুমেন্টারি সিরিজ দ্য রোশনসের সাফল্য উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। পরিবারের সবাই একসঙ্গে ছবি তোলার সময়, বেশ কয়েকটি ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়লে, তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। হৃতিক ও সুজন খানের ছেলে হৃদান।
আপাতত হৃদানকে দেখে অনেকের মনেই প্রশ্ন, সে কি বলিউডে পা রাখতে চলেছে? কারও কারও আবার মন্তব্য, ‘হৃতিকের মুখ, কিন্তু সুজনের চোখ’। তৃতীয়জন আবার লেখেন, ‘বাবার কাঁধ ছুঁয়ে ফেলছে তো…’। আরেকজন আবার লিখেছেন, 'আপকামিং সুপারস্টার'। সব মিলিয়ে হৃতিক-পুত্রকে ঘিরে চর্চার পারদ তুঙ্গে।
এই অনুষ্ঠানের জন্য হৃতিক কালো ডেনিম জ্যাকেট, ট্রাউজার পরেছিলেন। এই পার্টিতে হৃতিকের বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশন এবং বোন সুনয়না রোশনও উপস্থিত ছিলেন। রেখা, অনুপম খের, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, আমিশা প্যাটেল, বাণী কাপুরের মতো সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন।
হৃতিক এবং সুজানের বিচ্ছেদ
হৃতিক এবং সুজন খান ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন। অভিনেতা তার বাবা রাকেশ রোশনের রোমান্টিক সিনেমা কহো না প্যায়ার হ্যায় দিয়ে আত্মপ্রকাশ করেন। ২০০৬ ও ২০০৮ সালে যথাক্রমে দুই পুত্র রেহান ও হৃদানের বাবা-মা হন তাঁরা। তবে এরপর সবাইকে অবাক করে দিয়ে, ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
বিচ্ছেদের বেশ অনেকগুলো বছর পর, নিজের প্রেম-সম্পর্ক অফিসিয়াল করেছেন হৃতিক রোশন। বর্তমানে তিনি ডেট করছেন সাবা আজাদকে। এমনকী, এদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সাবা। এমনকী, হৃদান ও সাবার মধ্যেকার কেমিস্ট্রিও নজর কাড়ে নেটপাড়ার।
হৃতিকের মতো নতুন করে জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন সুজন খান-ও। টিভি অভিনেতা আরসালান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
কাজের সূত্রে, হৃতিককে আগামীতে অয়ন মুখার্জির অ্যাকশন থ্রিলার ওয়ার ২-তে সুপারস্পাই কবীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দের ১০১৯ ব্লকবাস্টার ওয়ার-এর সিক্যুয়েল এটি। আদিত্য চোপড়ার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী কিস্তি 'ওয়ার ২'।