বান্ধবীর জন্মদিনে স্পেশাল উইশ তো করতেই হবে! স্বয়ং হৃতিক রোশনও কিন্তু সেই দলের বাইরে নন! বান্ধবী সাবা আজাদের ৩৯ তম জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন হৃত্বিক। ইনস্টাগ্রামে একটি স্পেশাল পোস্ট করেন বলিউডের গ্রিক গড। সেখানে তুলে ধরেছেন নিজেদের বেড়ানোর সময় কাটানো নানান মজার ক্রিয়াকলাপ ও সুন্দর মুহূর্তগুলির ঝলক।
সাবার জন্য হৃতিকের জন্মদিনের পোস্ট
একটি ছবিতে দেখা যাচ্ছে হৃত্বিক-সাবা দুজনে হাঁটতে বেরিয়ে সেলফি তুলেছেন। পরের ছবিতে দেখা যাচ্ছে তারা একটি ক্রোস্যান্ট খাচ্ছেন। তৃতীয় ছবিতে শিশুসুলভ আচরণের আভাস দেন এই জুটি, কয়েক জোড়া মোজা কিনে খুশিতে আত্মহারা হয়ে পড়েন তাঁরা। অপর একটি ছবিতে দেখা যায়, দুজনে সাইকেল চালিয়ে সবুজ প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাচ্ছেন।
একটি ছবিতে দেখা যাচ্ছে, হৃতিককে পিছন থেকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন সাবা আজাদ।আবার কখনও একটি গাছকেও জড়িয়ে ধরেন দম্পতি। হৃতিক ও সাবা সেলফি তোলেন আইসক্রিম খেতে খেতেও। ডিনার ডেটে বেরিয়ে হাসিমুখে তুলেছেন সেলফি। শেষ ছবিতে দেখা যাচ্ছে সাবা চোখ বন্ধ করে উপভোগ করছেন মিঠে রোদ।
প্রাক্তন স্বামীর জিএফকে শুভেচ্ছা জানালেন সুজান
ছবিগুলি শেয়ার করে হৃতিক ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন সা (লাল হৃদয়ের ইমোজি)। তোমাকে ধন্যবাদ (নারী ও পুরুষের নাচের ইমোজি)। ১.১১.২০২৪'। পোস্টটি তিনি সাবাকে ট্যাগও করেছেন। হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও এতে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সাবু।’ পশমিনা রোশন বলেন, ‘কিউটেস্ট।’ ফারহান আখতার মন্তব্য করেছেন, ‘শুভ জন্মদিন সাবা.. সেরাটা উপভোগ করো।’ জোয়া আখতারের কমেন্ট, 'শুভ জন্মদিন সাবা'।
হৃতিক ও পরিবারের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট সাবার
এর ঠিক একদিন আগে হৃতিক তাঁদের দীপাবলি উদযাপনের পারিবারিক ছবি পোস্ট করেন, যেখানে সাবাও উপস্থিত ছিলেন। ইনস্টাগ্রামে বাবা-মা, ছেলে, সাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে হৃতিকের সঙ্গে প্রদীপ জ্বালিয়েছেন সাবা। ক্যাপশনে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ দীপাবলি’।
হৃতিক-সাবার সম্পর্কের কথা
করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে সাবার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নেন হৃতিক। অভিনেতা এর আগে সুজান খানকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই ছেলে রয়েছে রেহান ও হৃদান। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
মেডিক্যাল কমেডি-ড্রামা 'হু ইজ ইয়োর গাইনাক'-এর দ্বিতীয় সিজনের শ্যুটিং শুরু করেছেন সাবা। হৃতিক বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত 'ওয়ার ২' সিনেমার শ্যুটিং করছেন ইতালিতে। ছবিতে আরও অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। এটি ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ওয়ারের সিক্যুয়েল, যেখানে হৃতিক, টাইগার শ্রফ এবং বাণী কাপুর অভিনয় করেছিলেন।