অরুণাভ রাহারায়: দ্বিতীয় দিনের শো-তে ভিড় টানল হাওয়া। এককথায় কলকাতা এখন 'হাওয়া'য় ভাসছে। শহরে শুরু হয়ে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এই উপলক্ষ্যে নন্দনে বেশ কিছু বাংলাদেশি ছবি দেখানো হচ্ছে। তবে 'হাওয়া' দেখার জন্য কলকাতার মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। উৎসবে যোগ দিয়েছেন এই ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী। দর্শকদের কাছে প্রবল সাড়া পেয়ে তিনিও খুব খুশি।
এর আগেও একদিন 'হাওয়া' ছবির দুটি শো দেখানো হয়েছে কলকাতায়। আগামীতে এই ছবি দেখানো হবে ২ নভেম্বর। দর্শকদের অনুরোধে এই ছবির দুটি শো বাড়িয়ে দিয়েছেন উদ্যোক্তারা। 'হাওয়া' উচ্ছ্বাসে কিছুটা হলেও ম্লান হয়ে গিয়েছে বাকি ছবিগুলি। আজ সকাল ১০টায় নন্দনের বড় পর্দায় দেখানো হয়েছে ছবিটি। সব শেষে দর্শকদের জন্য ছিল চমক।
ছবিতে 'বসন্ত কালে তোমায় বলতে পারিনি' গানটি হওয়ার সময় সারা প্রেক্ষাগৃহের মানুষে গলা মিলিয়েছেন। ছবিটি শেষ হওয়ার পর মঞ্চে উপস্থিত হন ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁকে বাস্তবের মাটিতে দেখে দর্শকরাও আনন্দিত। চঞ্চল বলেন, দর্শকদের কাছে এত সাড়া পেয়ে খুব খুশি হয়েছেন তিনি। সেই সঙ্গে 'সাদা সদা কালা কালা' গানটির কয়েক লাইন গেয়ে শোনান অভিনেতা।