বাংলা নিউজ > বায়োস্কোপ > শমিতা ও রাকেশের মধ্যে হয়েছে বড় লড়াই, বিয়ের আগেই যে দাবি রাখলেন শিল্পার বোন

শমিতা ও রাকেশের মধ্যে হয়েছে বড় লড়াই, বিয়ের আগেই যে দাবি রাখলেন শিল্পার বোন

ছাড়াছাড়ি হচ্ছে শমিতা-রাকেশের?

তবে কি রাকেশ আর শমিতার সম্পর্কটাও মাঠে মারা গেল!

বিগ বস ওটিটিতে জুটি রাকেশ বাপাট এবং শমিতা শেট্টির বিচ্ছেদের খবর সবাইকে অবাক করেছে। এই ক'দিন আগেই শিল্পার ফার্মহাউজে পারিবারিক পার্টিতে যোগ দিতে দেখা গেল রাকেশকে। তাহলে হল টা কী! যদিও বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাকেশ ও শমিতা নিজেদের সম্পর্ক নিয়ে লেখেন সোশ্যাল মিডিয়ায়। জানান, সব ঠিক আছে তাঁদের মধ্যে। তবে জানা যাচ্ছে বড় লড়াই হয়েছে শমিতা আর রাকেশের মধ্যে। এমনকী, তাঁরা একে-অপরের সাথে কথা বলতেও রাজি নন এই মুহূর্তে।

TOI-এর এক প্রতিবেদন অনুসারে, শমিতা শেট্টি চান বিয়ের আগে রাকেশ পুনে থেকে মুম্বাইতে স্থানান্তরিত হয়ে যাক। প্রসঙ্গত, প্রথম স্ত্রী যে ঋদ্ধি ডোগরার সাথে বিবাহবিচ্ছেদের পরে রাকেশ বাপাট পুনেতে আছেন নিজের পরিবারের সাথে। এখন শমিতা চাইছেন তিনি মুম্বাইতে চলে আসুন। আর শমিতার এই দাবিই মানতে নারাজ রাকেশ। যে কারণে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে এবং শোনা যাচ্ছে দুজনেই একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন।

জুটির ঘনিষ্ঠ এক সূত্র পোর্টালকে জানিয়েছে, 'প্রেম হয়েছিল কিন্তু এবার তাতে বাধা আসছে এবং কয়েকদিন ধরে প্রচুর অশান্তি চলছে...'। সূত্রটি আরও জানান, 'শমিতা কখনই রাকেশ এবং তাঁর সাথে প্রেম সম্পর্কে নিশ্চিত ছিলেন না। এমনকি বিগ বস ১৫-তে থাকাকালীনও তিনি অনেকবার এই সম্পর্ক নিয়ে নিজের আশঙ্কা প্রকাশ করেছিলেন।

প্রসঙ্গত, ‘বিগ বস’-এর ঘরে থাকাকালীনই এক জ্যোতিষই শমিতার হাত থেকে জানিয়েছিলেন চলতি বছরেই তাঁর বিয়ের যোগ রয়েছে। সেই সময়তেও শমিতার মুখে এসেছিল রাকেশের নাম। এমনকী, ঘর থেকে বের হয়েও তিনি বলেছিলেন, এবার বিয়েটা তিনি করেই নিতে চান। আর দেরি করতে রাজি নন মোটেই। যদিও সেটা রাকেশকে করবেন না অন্য কাউকে, তা তো সময়ই বলবে।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.