বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman-Shovan: স্বস্তিকা-শোভনের ‘ব্রেকআপ’-এর নেপথ্যে প্রাক্তন ইমন? অভিযোগ উঠতেই জবাব গায়িকার

Iman-Shovan: স্বস্তিকা-শোভনের ‘ব্রেকআপ’-এর নেপথ্যে প্রাক্তন ইমন? অভিযোগ উঠতেই জবাব গায়িকার

ফের চর্চায় শোভন-ইমনের সম্পর্ক

Iman Chakraborty: ‘শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই’, স্বস্তিকা-শোভনের চর্চিত বিচ্ছেদের জেরে কাঠগড়ায় ইমন। অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন গায়িকা। 

প্রেম নিয়ে রাখঢাক কোনওদিনই রাখেননি স্বস্তিকা-শোভন। তবে আচমকাই শোনা যাচ্ছে জুটির সম্পর্কে নাকি চিড় ধরেছে। জল্পনার সূত্রপাত শোভনের জন্মদিনে। ‘প্রেমিক’-এর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনওরকম পোস্ট নেই স্বস্তিকার। গায়কের জন্মদিনও ছিল বেজায় ম্যাড়মেড়ে। চলতি বছরের গোড়ার দিকে প্রেমবার্ষিকী পালন করেছিলেন দুজনে। তারপর থেকে সেভাবে একসঙ্গে ধরা দেননি তাঁরা। কেন এই দূরত্ব?

টেলিপাড়ায় কানাঘুষো দুজনের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আর সেই তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে এসেছে শোভনের প্রাক্তন ইমন চক্রবর্তীর নাম। হ্যাঁ, একটা সময় বয়সে ছোট শোভনের সঙ্গে মাখোমাখো সম্পর্কে ছিলেন ইমন। তবে সেইসব এখন অতীত। শোভনকে ভুলে নীলাঞ্জনের সঙ্গে সংসার পেতেছেন ইমন। হঠাৎ করেই স্বস্তিকা-শোভনের বিচ্ছেদের কারণ হিসাবে তাঁর নাম নিয়ে টানাটানি করায় ভারী বিরক্ত গায়িকা। এই রটনায় বেশ বিচলিত তিনি। এক সংবাদমাধ্যমকে ইমন জানান, ‘শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক’। ‘তুমি যাকে ভালোবাসো’ খ্যাত গায়িকার সংযোজন, ‘যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।’

অতীতের সম্পর্ক নিয়ে জলঘোলা নাকি খানিক প্রভাব ফেলেছে ইমনের জীবনে, দাবি ঘনিষ্ঠদের। শোভনকে নিয়ে গুঞ্জন চাউর হতেই ফেসবুকে স্বামী নীলাঞ্জনের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেন ইমন। ছবিতে দেখা গেল নীলাঞ্জনের গালে পরম যত্নে চুমু আঁকছেন ইমন। ক্যাপশনে লেখা, 'তুমি... শুধু তুমি'। নীলাঞ্জন ছাড়া অন্য কিছুই ভাবছেন না তিনি তা স্পষ্ট বুঝিয়ে দিলেন গায়িকা।

টেলিপাড়ার গুঞ্জনের বানভাসি। শোনা গিয়েছে, প্রাক্তনের প্রতি দুর্বলতার কারণেই নাকি শোভনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে স্বস্তিকার। যদিও নায়িকা বলছেন, ‘আমি এবিষয়ে কিছুই বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখানে কোনও তৃতীয়, চতর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আমরা একসঙ্গে আছি কি নেই, তা নিয়ে এখনই কিছু বলতে চাই না।’ একই সুর শোভনের গলাতেও। তিনিও বলেছেন, ‘সম্পর্কে আছি কী নেই সেটা আমাদের ব্যক্তিগত বিষয়’।

দুজনের সম্পর্কে যে বাধা এসেছে তা নিয়ে অবগত পরিচিতরা। দূরত্ব কি ঘুচবে জুটির? নাকি ফের একবার প্রেম ভাঙবে শোভনের? সেই প্রশ্নের উত্তর আপতত অধরা।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.