বাংলা নিউজ > বায়োস্কোপ > Sara-Sharmila: ঠাকুমা শর্মিলা ঠাকুরের বায়োপিকে নামভূমিকায় সারা? সইফ কন্যার জবাব চমকে দেবে!

Sara-Sharmila: ঠাকুমা শর্মিলা ঠাকুরের বায়োপিকে নামভূমিকায় সারা? সইফ কন্যার জবাব চমকে দেবে!

ঠাকুমাকে নিয়ে অকপট সারা (ছবি-ইনস্টাগ্রাম/সারা আলি খান)

Sara Ali Khan- Sharmila Tagore: পর্দায় শর্মিলা ঠাকুরের চরিত্রে অভিনয়ে আগ্রহী সারা? সইফ কন্যা জানালেন, ‘আমার মধ্যে….’। 

বলিউডের এই স্টার কিড হামেশাই থাকেন চর্চায়। কেরিয়ারের শুরু থেকেই লাইমলাইটে সইফ-অমৃতা কন্যা সারা। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও কম হইচই হয়নি। বাবা-মা'র বিয়ে ভাঙলেও বাবা এবং তাঁর পরিবারের সঙ্গে দারুণ বন্ডিং সারা। সম্প্রতি ঠাকুমা শর্মিলা ঠাকুরকে নিয়ে অকপট তাঁর বড় নাতনি। সারাকে প্রশ্ন করা হয়েছিল পর্দায় তিনি কি ঠাকুমার চরিত্রে অভিনয় করতে চান? এই প্রশ্ন শুনে সারা যা জবাব দেন তা আপনাকে চমকে দেবে!

সারা হাজির হয়েছিলেন Roposo Live-এ। সেখানেই তাঁকে এই প্রশ্ন করা হয়। এই এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে সরাসরি তারকাদের প্রশ্ন করেন ক্রিয়েটাররা। তেমনই একজন এই প্রশ্ন রেখেছিল সারার কাছে। ‘সিম্বা’ নায়িকার কথায়, ‘ওঁনার মধ্যে একটা আলাদাই লালিত্য আর কমনীয়তা রয়েছে, আমি জানি না আমার মধ্যে ওই ব্যাপারটা আছে কিনা'।

নিজের সময়কার অন্যতম সেরা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বাংলা হোক বা হিন্দি- একাধিক ভাষার ছবিতে নিজের ছাপ রেখেছেন বর্ষীয়ান অভিনেত্রী। ঠাকুমার সঙ্গে ঠিক কী ধরণের আলোচনা করেন সারা?

অভিনেত্রীর কথায়, ‘আমার সঙ্গে বড়ি আম্মা (ঠাকুমা)-র প্রায়শই কথা হয়। কিন্তু আমার সত্যি মনে হয় না আমি কখনও ওঁনার সঙ্গে ওঁনার কেরিয়ার নিয়ে কথা বলেছি। আরও কত্ত কী রয়েছে! উনি খুব পড়াশোনা করেন, দেশ-দুনিয়ার সাম্প্রতিক সবঘটনা সম্পর্কে ওয়াকিবহাল, ওঁনার জেনারেল নলেজ তুখোড়। উনি খুব ক্ল্যাসি একজন মানুষ, ওঁনার জীবনদর্শনটাই আলাদা।’

আরও পড়ুন-মুকেশ জোর করে বাইক উপহার দিয়েছিল, দাবি জ্যাকলিনের এজেন্টের! বাইকটির দাম কত

সইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর দুই সন্তান- সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির হাত ধরে রুপোলি সফর শুরু হয়েছিল সারার। এপরপ আর পিছনে ফিরে তাকাননি অভিনেত্রী। সারাকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘আতরঙ্গি রে’ ছবিতে। এই মুহূর্তে সারার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। বিক্রান্ত মেসি ও চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে গ্যাসলাইট ছবিতে দেখা যাবে তাঁকে। ভিকি কৌশলের সঙ্গেও একটি ছবির শ্যুটিং শেষ করেছেন সারা। এখনও ঠিক হয়নি সেই ছবির নাম।

বন্ধ করুন