বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ঐন্দ্রিলার হাসপাতালের করিডোরে বিবাহ অভিযান ২-এর প্রস্তুতি নিচ্ছি,পাশে সব্যসাচী’: সৌরভ দাস

‘ঐন্দ্রিলার হাসপাতালের করিডোরে বিবাহ অভিযান ২-এর প্রস্তুতি নিচ্ছি,পাশে সব্যসাচী’: সৌরভ দাস

সৌরভ দাস

Sourav Das on Aindrila Sharma: সব্যসাচীর সঙ্গে গত ৮টা রাত হাসপাতালেই কেটেছে সৌরভ দাসের। ঐন্দ্রিলা-সব্যসাচীর লড়াইয়ের প্রতি মুহূর্তের সাক্ষী অভিনেতা। 

কথায় আছে ‘এ ফ্রেন্ড ইন নিড,ইজ অ্যা ফ্রেন্ড ইনডিড’। সত্যিকারের বন্ধু কাকে বলে তা বুঝিয়ে দিচ্ছেন সৌরভ দাস। ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলাকে এক মুহূর্তের জন্য় কাছছাড়া করছেন না তাঁর মনের মানুষ সব্যসাচী চৌধুরী। এক সপ্তাহ অতিক্রান্ত, হাসপাতালে লড়াই চালাচ্ছেন ঐন্দ্রিলা, আর হাসপাতালের করিডোরেই দিন-রাত কাটছে সব্যসাচীর। আর এই কঠিন সময়ে সারাক্ষণ সব্যসাচীর পাশে রয়েছেন তাঁর দুই বন্ধু তথা বিজনেস পার্টনার সৌরভ দাস এবং দিব্য। 

মাসখানেক আগেই তিন বন্ধু মিলে শুরু করেছেন নতুন ক্যাফে। সবকিছুই চলছিল দুর্দান্ত গতিতে, কিন্তু আচমকাই ছন্দপতন। অভিশপ্ত মঙ্গলবারের ওই দুপুর নিমেষে বদলে দিয়েছে সবকিছু। সব্যসাচী কথা দিয়েছেন, ঐন্দ্রিলাকে নিজের হাতে করে হাসপাতালে নিয়ে এসেছেন, আবার তিনি নিজের হাতে করে ফিরিয়ে নিয়ে যাবেন। আর ঐন্দ্রিলা-সব্যসাচীর এই লড়াইয়ের প্রতি মুহূর্তের সাক্ষী সৌরভ দাস। পেশাদার অভিনেতা সৌরভের কিছু কমিটমেন্ট রয়েছে, তবে সব সামলে যতটা বন্ধুর সঙ্গ দেওয়া যায়। বিবাহ অভিযান ২'তে অঙ্কুশ-রুদ্রনীল-অনির্বাণদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা। 

ওটিটি প্লে-কে অভিনেতা জানান, ‘সব্য (সব্যসাচী) সবসময়ই হাসপাতালে। আমি দুপুরের দিকে হাসপাতাল থেকে বার হই। একটু ক্যাফেতে যেতে হয়। রাতে কিছু খাবার প্যাক করে ফের হাসপাতালে যাই সব্যর কাছে। হাসপাতালেই রাত কাটছে আমাদের। আমি তো হাসপাতালেই বিবাহ অভিযানের প্রস্তুতি শুরু করেছি। আমি জানি আমাকে যেতে হবে, তবুও যতক্ষণ থাকতে পারি ওর পাশে’ (দীর্ঘশ্বাস ছাড়লেন সৌরভ)।

বুধবারই বিবাহ অভিযান ২-এর শ্যুটিং-এ থাইল্যান্ড রওনা হওয়ার কথা পুরো টিমের। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। 

ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে সৌরভ জানান, ‘ঐন্দ্রিলার অবস্থা সঙ্কটজনক, কিন্তু ও লড়াই চালাচ্ছে। রাতারাতি সবকিছু ঠিক হবে না। কিন্তু লড়াই জারি আছে, সময় লাগবে তবে ও ফিরে আসবেই, আমরা প্রার্থনা করছি, আপনারও করুন’। 

ঐন্দ্রিলাকে নিয়ে নেতিবাচক যে খবর রটানো হচ্ছে সেই নিয়ে আগেই ক্ষোভ উগরে দিয়েছেন সব্যসাচী, একই সুর সৌরভের কন্ঠেও। সৌরভ সাফ জানান, ‘ঐন্দ্রিলার অবস্থা আরও খারাপ হচ্ছে এটা বলা ভুল, এইসব ভুয়ো খবর ছড়াচ্ছে সংবাদমাধ্যমের একটা অংশ। ঐন্দ্রিলা লড়ছে’। অভিনেতার সংযোজন, ‘ঐন্দ্রিলাকে নিয়ে যদি কিছু বলতে হয়, তবে একটাই কথা বলব ও ফাইটার। ও আগেও জিতেছে এবং দৃঢ় বিশ্বাস যে এবারও জিতবে।’

 

বন্ধ করুন