বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘তোমাকে ছাড়া কিছুই চাইনা’, ১৮ বছরের বিবাহবার্ষিকীকে স্বামীকে নিয়ে পোস্ট রবিনা

‘তোমাকে ছাড়া কিছুই চাইনা’, ১৮ বছরের বিবাহবার্ষিকীকে স্বামীকে নিয়ে পোস্ট রবিনা

রবিনা-অনিল

অনিলের সঙ্গে ১৮ বছরের বিবাহবার্ষিকী, স্মৃতি হাতড়ে বিয়ের ছবি পোস্ট রবিনার।

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। এরপর ১৯৯১ সালে 'পাত্থর কে ফুল' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। স্বামী অনিল থান্ডানির সঙ্গে দীর্ঘ দাম্পত্য় জীবন রবিনার। আজ তাঁদের ১৮তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনের স্বামীর সঙ্গে ১৮ বছর আগের বিয়ের দিনের ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করলেন রবিনা। 

২০০৪ সালে অনিল থান্ডানির সঙ্গে রাজস্থানের উদয়পুরের জগ মন্দির প্রসাদে পাঞ্জাবি রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এ দিন বিয়ের পুরনো ছবি পোস্ট করে রবিনা লিখেছেন, ‘আমাদের বিবাহিত জীবন প্রাপ্তবয়স্ত হল। আজ ১৮ বছর পূর্ণ করল। আমি তোমার থেকে তুমি ছাড়া বেশি কিছু চাইনা। আমাদের ভালো-মন্দের মধ্য দিয়ে, মোটা(আমি) এবং পাতলা (তুমি) সময়গুলোতে ভালো থাকার চেষ্টা। তুমিই সব।’

ছবি এবং ভিডিয়োতে দম্পতিকে বিয়ের সাবেকি পোশাকে দেখা মিলেছে। লাল লেহেঙ্গা পরে ধরা দেন রবিনা। ব্য়বসায়িক অনিলকে দেখা গিয়েছে সোনালী রঙের শেরওয়ানি পরে। একটি ভিডিয়োতে রবিনার মা-বাবা রবি এবং বীনা ট্যান্ডনকে নব দম্পতিকে আশীর্বাদ দিতে দেখা গিয়েছে।

২০০৫ সালের ১৬ মার্চ ট্যান্ডের প্রথম কন্যা রাশার জন্ম হয়। দুই বছর পরে ২০০৮ সালের ১২ জুলাই তাঁদের পুত্র রণবীরের জন্ম হয়। ১৯৯৫ সালে পূজা ও ছায়া নামে যথাক্রমে ১১ ও ৮ বছরের দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন রবিনা। সদ্য ‘আরণ্যক’ ছবি দিয়ে ওটিটিতে ডেবিউ করেন তিনি। সেখানে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলেছে নায়িকার। 

 

বন্ধ করুন