বাংলা নিউজ > বায়োস্কোপ > Charu-Rajeev: বিয়ে না ছেলেখেলা? স্ত্রীকে ফের ব্লক করলেন সুস্মিতার ভাই, ‘এই বিয়ে টিকবে না’

Charu-Rajeev: বিয়ে না ছেলেখেলা? স্ত্রীকে ফের ব্লক করলেন সুস্মিতার ভাই, ‘এই বিয়ে টিকবে না’

ডিভোর্স তবে পাকা? 

কাজে এল না মিটমাটের চেষ্টা। এক মাসের মধ্যেই ফের দূরত্ব তৈরি হল রাজীব ও চারুর, ডিভোর্স কি তবে পাকা? কী বলছেন অভিনেত্রী। 

একমাস যেতে না যেতেই ফের সমস্যা দেখা দিল চারু-রাজীবের দাম্পত্যে। গণেশ চতুর্থীর আগেই ডিভোর্সের সিদ্ধান্ত বদলে এক হওয়ার কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং তাঁর স্ত্রী চারু আসোপা। তবে দুজনের মধ্যে সবকিছু যে একেবারেই ঠিক নেই তা স্পষ্ট। 

একবার ডিভোর্সের সিদ্ধান্ত, ফের জোড়াতাপ্পি দিয়ে সংসার, ফের আলাদা হওয়া- রাজীব-চারুর দাম্পত্য কলহ রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুজনের সমস্যাটা কোথায় তা কেউ বুঝে উঠতে পারছেন না। এদিকে দুজনের মেয়ের বয়স এখনও এক বছর হয়নি!

করবা চৌথের ঠিক আগে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেছেন রাজীব-চারু। চারুর সঙ্গে পোস্ট করা ছবিও ইনস্টাগ্রাম থেকে মুছে দেন রাজীব। এই ব্যাপারে হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি ওকে আনফলো করিনি বরং রাজীবই আমাকে ব্লক করে দিয়েছে। ও দিল্লি গিয়েছে, ওখানে গিয়ে ওর কী হয়েছে আমি জানি না! আমার কোনও ধারণাই নেই কেন আমাকে ব্লক করল’। 

ভাঙা বিয়ে জোড়া লাগবার প্রসঙ্গে চারুর জানান, ‘আমার চেষ্টা করছিলাম বিষয়টা মিটিয়ে নেওয়ার। আমরা পরস্পরকে আরও একটা সুযোগও দিয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে না সেটা কাজে দেবে’। 

অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে আবারও আইনি পথে বিয়ে ভাঙার পরিকল্পনা করছেন চারু। চারুর এক ঘনিষ্ঠজন জানান,'ওরা বিয়েটা বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু ওদের মধ্যেকার সমস্যা বেড়েই চলেছে, এর কোনও সমাধান নেই। মনে হয় না এই বিয়ে আর টিকবে'। 

২০১৯ সালে বাঙালি রীতিতে ধুমধাম করে বিয়ে করেছিলেন চারু এবং রাজীব। বিয়ের পর থেকেই নাকি সমস্যা শুরু দু’জনের। তবে গত নভেম্বরের ১ তারিখ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। কিন্তু তার পরেও থেমে থাকেনি বিচ্ছেদের গুঞ্জন। মেয়েকে নিয়ে নিজের বাড়িতে চলে আসেন চারু।

রাজীবের অভিযোগ, নিজের প্রথম বিয়ের কথা তাঁর কাছে লুকিয়ে রেখেছিল স্ত্রী। আর এদিকে চারু রাজীবের উপরে অভিযোগ এনেছেন সংসারের কোনও দায়িত্ব পালন করে না সে, এমনকী দুধের শিশুকন্যারও নয়। 

বন্ধ করুন