বাংলা নিউজ > বায়োস্কোপ > Kabir Suman: ‘যা করেছি বেশ করেছি’, ফের পালটি খেলেন কবীর সুমন, চ্যালেঞ্জ 'যে যা পারো করে নাও’

Kabir Suman: ‘যা করেছি বেশ করেছি’, ফের পালটি খেলেন কবীর সুমন, চ্যালেঞ্জ 'যে যা পারো করে নাও’

কবীর সুমন (ছবি সৌজন্যে ফেসবুক)

সাংবাদিককে গালিগালাজ করে কোনও অনুশোচনা নেই তাঁর, সাফ জানালেন কবীর সুমন। 

এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করবার জন্য গত কয়েকদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কবীর সুমন। গায়ক তথা প্রাক্তন তৃণমূল সাংসদ দু-দিন আগেই ক্ষমা চেয়েছিলেন নিজের কৃতকর্মের জন্য। তবে জনসমক্ষে ক্ষমা চেয়েও ফের অন্য সুর সুমনের গলায়। সদর্পে তিনি ঘোষণা করলেন যা করেছেন তা বেশ করেছেন, কোনও অনুশোচনা নেই তাঁর। ক্ষমা চাইলেও নিন্দুকদের শ্লেষাত্মক ভাষায় আক্রমণ শাণিয়েছিলেন, এবার খোলাখুলি বুঝিয়ে দিলেন ওই তরুণ সাংবাদিককে কটূক্তি করে এতটুকুও খারাপ লাগেনি তাঁর। 

মঙ্গলবার সকালে ফেসবুকের দেওয়ালেকবীর সুমন লিখেছেন, ‘কেন ক্ষমা চেয়েছিলাম তা বিশদ বলেছি। তার আগে পরে যা হয়ে চলেছে। ওটা ফিরিয়ে নিলাম। এবার বলছি, যা করেছি বেশ করেছি। যে যা পারো করে নাও’। আসলে ক্ষমা চেয়ে নিলেও কমেনি বিতর্কের রেশ,লাগাতার আক্রমণের মুখে পড়ছেন বর্ষীয়ান সংগীত শিল্পী। সোমবার রাতেও ফেসবুক পোস্টে কবীর সুমন অভিযোগ করেন তাঁকে হেনস্তা করা হচ্ছে। তিনি লেখেন, ‘ঢিল মারলে পাটকেল খেতে হয়। খেলাম। এখন বলছি সেদিন এক ‘কলারকে’ ফোনে যা বলেছি সে ব্যাপারে আমার মনে আর কোনও অনুশোচনা নেই। যদি পারেন আমাকে টার্গেট করুন, অন্য কাউকে না। শুধু আমি চাই না পুলিশের কাজ বাড়ুক।’

এক সংবাদ চ্যানেলের কর্মীকে অকারণে গালিগালাজ করবার প্রেক্ষিতে চরম সমালোচনার শিকার হয়ে শেষমেষ রবিবার রাতে ফেসবুকে ক্ষমা চান কবীর সুমন। তিনি লিখেছিলেন, ভেবে দেখলাম, সেদিন টেলিফোনে এক সহনাগরিককে যে গাল দিয়েছিলাম, সেটা সুশীল সমাজের কাছে গর্হিত কাজ। এতে কাজের কাজ তো কিছু হল না। মাঝখান থেকে অনেকে রেগে গেলেন, উত্তেজিত হলেন। এমনিতেই করোনার উৎপাত তার ওপর আবার ফোনে গালমন্দ। লাভ কী। তাই আমি সহনাগরিকের কাছে, বিজেপি–আরএসএসের কাছে, বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করছি।’‌

তবে কবীর সুমনের সোমবার রাত ও মঙ্গলবার সকালের পোস্ট বুঝিয়ে দিল মোটেই এই বিতর্ক এত দ্রুত মিটছে না, বরং এই বিতর্কের জল অনেক দূর গড়াবে। ক্ষমা চেয়েও নিজের আচরণকে ‘ভুল’ বলে মানতে না-রাজ শিল্পী। বরং পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। 

আজ বিকাল ৪টের সময় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছেন কবীর সুমন। ফের একবার বোমা ফাটাবেন তিনি, আশঙ্কা তেমনই। 

বায়োস্কোপ খবর

Latest News

AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.