বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir Kapoor: আজকাল কাজে না যাওয়ার ভীমরতি ধরেছে রণবীর কাপুরের! কারণ শুনলে আরও অবাক হবেন

Ranbir Kapoor: আজকাল কাজে না যাওয়ার ভীমরতি ধরেছে রণবীর কাপুরের! কারণ শুনলে আরও অবাক হবেন

কেন আজকাল কাজে যেতে মন চায় না রণবীরের?

কদিন আগেই বাবা হয়েছেন রণবীর কাপুর। হাতে একগাদা কাজ। এসবের মাঝে নতুন কোন রোগ ধরল তাঁর?

রণবীর কাপুর তাঁর আসন্ন রিলিজ ‘তু ঝুথি মে মক্কার’-এর প্রচার শুরু করেছেন, যেখানে তিনি প্রথমবার শ্রদ্ধা কাপুরের বিপরীতে জুটিবদ্ধ হবেন। আর সিনেমার প্রচারের সময়তেই বাবা হিসেবে যে নতুন ভূমিকায় তিনি সদ্য পা রেখেছেন তা নিয়ে কথা বললেন। রণবীর ও আলিয়া ৬ নভেম্বর মেয়ে রাহার জন্ম দেন। 

রণবীর সদ্যই সন্দীপ রেড্ডি ভাঙ্গারের নতুন সিনেমা অ্যানিমালের কাজ শেষ করেছেন। ইভেন্টে এসেছিলেন চাপ দাড়িতে।  তিনি একটি সাদা টি শার্টের উপরে একটি অফ-সবুজ জ্যাকেট পরেছিলেন এদিন সঙ্গে একটা নীল জিন্স। অনুষ্ঠানে ব্রহ্মাস্ত্র অভিনেতাকে তাঁর মেয়ে রাহা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। আর খোলামেলাভাবে মেয়েকে নিয়ে নিজের অনুভূতি ব্যাখ্যা করেন। জানান, এখন আর কাজে যেতে মন চায় না তাঁর। সবসময় বাড়িতেই থাকতে চান মেয়ের পাশে। আরও পড়ুন: সাদা-কালো ফ্রেম আর ঠোঁটঠাসা চুমু! নাতাশা-হার্দিকের সঙ্গীতের ছবি স্বপ্নের মতো

রণবীরের ফ্যান পেজগুলির মাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আলিয়ার বরকে বলতে শোনা যায়, ‘আমার মনে হল অর্ধেক জীবন তো হয়ে গেছে আর কী করার আছে। বিয়েও হয়ে গেছে। বউকে ভালোবাসি। কিন্তু রাহা আসার পর একদম একটা ভিন্ন 'চক্র' (আবেগের চাকা)-র মুখোমুখি হলাম। এটা একটা নির্মল আনন্দ। আপনারা জানেন আমি আজকাল কেবল বাড়িতে থাকতে চাই। আমি শুধু ওর সঙ্গে থাকতে চাই। না আমার কাজ করতে ভালো লাগে, না অন্য কোনও কাজ। যদিও জানি এটা করা আমার পক্ষে সম্ভব নয়। বলে বোঝাতে পারব না। এটা জীবনের সেরা একটা অনুভূতি!’ আরও পড়ুন: ঐন্দ্রিলা চলে যাওয়ার পর সেভাবে আসেন না প্রকাশ্যে, ভিডিয়োয় কী বললেন সব্যসাচী?

এদিকে মঙ্গলবার বাড়ির ভিতরে আলিয়াকে গোপনে ক্যামেরাবন্দি করা নিয়ে উত্তাল সবজায়গা। আলিয়া নিজে যেমন এই নিয়ে বিরক্তি জাহির করেছেন, তেমন বলিউডের অনেক তারকাও। অভিনেত্রীর এক প্রতিবেশী বাড়ির ছাদে উঠে এক সংবাদমাধ্যম ঘটায় এই কাণ্ড। ইতিমধ্যেই গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছে মুম্বই পুলিশ। 

 

বন্ধ করুন