ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। ছবি মিত্তলকে নিশ্চয় আপনারা চেনেন। ২০২২-এ ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ছবি, যদিও পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি একটি পডকাস্টে বোটক্স করার ভয়ানক অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন কীভাবে বোটক্সের কারণে তাঁর মুখ এক বছরেরও বেশি সময় ধরে প্য়ারালাইসড (পক্ষাঘাতগ্রস্ত) হয়ে ছিল। ডার্মাটোলজিস্ট এবং ডার্মাটোসার্জন ডাঃ অগ্নি কুমার বোসের পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। ডার্মাল বোটক্স এবং সার্জারি সম্পর্কিত ভুল ধারণাগুলির ভাঙার উদ্দেশ্যেে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ছবি।
বোটক্স
ছবি মিত্তল জানিয়েছেন, তিনি একজন কসমেটোলজিস্টের (প্রসাধনী বিশেষজ্ঞ) কাছে গিয়েছিলেন। যিনি তাঁকে ম্যাসেস্টার বোটক্সের পরামর্শ দিয়েছিলেন। ছবি বলেন বোটক্সের সময় তাঁর একটু বেশিই ব্যথা লেগেছিল। সেই প্রক্রিয়া চলাকালীন তিনি ভুল করে সরে গিয়েছিলেন ফলে ছুঁচ অন্য জায়গায় লেগে যায়। আর সেই ভুলের কারণেই এক বছরেরও বেশি সময় ধরে মুখের একপাশ অসাড় হয়ে ছিল। ছবি আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবে এটা আমার জন্য খুব কঠিন সময় ছিল।’
ছবি জানান, ভুলভাবে তাঁর মুখে হওয়া সেই বোটক্সের চিকিৎসার জন্য তাঁকে আবারও ক্লিনিকে যেতে হয়েছিল। প্রসাধনী বিশেষজ্ঞ প্রভাবগুলি ঠিক করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সির পরামর্শ দিয়েছিলেন, তবে কিছুই কাজ করেনি।
বোটক্সের আগে গবেষণা
ছবি জানান, তাঁর ভুল বোটক্সের প্রভাব ঠিক করতে ৬-৭ মাস সময় লেগেছিল। আর এই ঘটনার পর তিনি বোটক্স নিয়ে অনেক গবেষণা করেছিলেন। অভিনেত্রীর কথায়, এটা করানোর আগে এটা সম্পর্কে গবেষণা করা গুরুত্বপূর্ণ, নাহলে ভালোর বদলে খারাপটাই নয়।
হিন্দুস্তান টাইমসকে এর আগে ডঃ দেবরাজ সোম বলেছিলেন, 'বোটক্স ইনজেক্ট করার জন্য ইনজেকশন দেওয়া হয়। তাই আপনার ইনজেক্টরকে প্রশিক্ষিত এবং বিশেষজ্ঞ হতে হবে। তবে বোটক্সের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমেই এটা করানো উচিত। তবে, যদি আপনার ইনজেক্টরের প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা না থাকে তাহলে মুশকিল, আর সেজন্য বোটক্সকে দোষ দিয়ে লাভ নেই। এবিষয়ে একজন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা করানো একান্ত জরুরি। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বোটুলিনাম টক্সিন মানুষের কাছে পরিচিত সবচেয়ে বিষাক্ত পদার্থ, যদি এটা সাবধানে ব্যবহার না করা হয় তবে এটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। যদি ইনজেকশনগুলি সঠিকভাবে না দেওয়া হয় তহলে ক্ষত, রক্তপাত এবং ফোলাভাব সৃষ্টি হতে পারে।
Disclaimer: এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে, এটা পেশাদারী চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। কোনও মেডিকেল অবস্থা সম্পর্কে যে কোনও প্রশ্নের জন্য সর্বদা আপনার ডাক্তারের পরামর্শ নিন।