বাংলা নিউজ > বায়োস্কোপ > Malaika Arora skydiving: ‘একটুও ভয় পাইনি’, দুবাইয়ে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা নিয়ে কী বললেন মালাইকা

Malaika Arora skydiving: ‘একটুও ভয় পাইনি’, দুবাইয়ে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা নিয়ে কী বললেন মালাইকা

মালাইকা আরোরা (PTI)

Malaika Arora skydiving: ৪৮ বছরের জন্মদিনটা একটু অন্য রকম ভাবে কাটিয়েছেন অভিনেত্রী মালাইকা আরোরা। দুবাইয়ে স্কাই ডাইভিং করতে দেখা যায় তাঁকে। জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা।

২৩ অক্টোবর। নিজের জন্মদিনে মনে.সুপ্ত বাসনা পূরণ করলেন অভিনেত্রী মালাইকা আরোরা। জন্মদিনের বিশেষ দিন উদযাপনের একটি অসাধারণ ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন তিনি। এবারের জন্মদিনটা দুবাইয়ে কাটিয়েছেন অভিনেত্রী। সেখানেই স্কাই ডাইভিং করতে দেখা যায় মালাইকাকে। সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন অভিনেত্রী।

মালাইকার কথায়, ‘স্কাইডাইভিং অনেক আগে থেকেই আমার বাকেট লিস্টে ছিল। এ বছর আমার ৪৮তম জন্মদিনে মনে মনে ভেবে রেখেছিলাম, নিজের বাকেট লিস্টে একটা টিক দেওয়া যাক। তাই স্কাই ডাইভিং করে এই মাইলফলক ছুঁতে চেয়েছিলাম। খুব কাছের এক বন্ধু বলল, এটা দুবাইয়ে গিয়ে আমি করতে পারি, চুক্তিবদ্ধ হয়ে করতে হবে’। আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে দক্ষিণী অভিনেত্রী কার্তিকা, নেমতন্ন বাড়িতে হাজির হলেন কারা

একদল বান্ধবীর সঙ্গে দুবাই ভ্রমণ করেছিলেন অভিনেত্রী। তাদের কেউই দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত ছিল না। ফলে বছর ৪৮-এর অভিনেত্রী একাই এগিয়ে যান। মালাইকা জানান, ‘সত্যি বলতে লাফ দেওয়ার আগে শূন্যে আমার একটুও ভয় লাগেনি, এমনকি কোনও চিন্তাভাবনাই মাথায় আসছিল না। কারণ এটা আমার ব্যক্তিত্বের একটি অংশ। আমি নতুন অভিজ্ঞতা আলিঙ্গন করতে পছন্দ করি এবং কখনও পিছিয়ে থাকি না’। 

আরও জানান, ‘যখন আমি আমার ডাইভ করার সময়ের জন্য অপেক্ষা করছিলাম, তখন প্লেনে প্রস্তুত করা প্রশিক্ষক আমাকে দেখে অবাক হয়েছিলেন। প্লেন থেকে লাফানোর দ্বারপ্রান্তে থাকা একজনকে দেখে আমার মন নেচে উঠেছিল’। অভিজ্ঞতাটিকে তার জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছেন মালাইকা। 

অভিনেত্রী জানিয়েছেন, সেই সময় তাঁর মাথায় এসেছিল তাঁর লাফ দেওয়াটা ক্যামেরায় বন্দী হচ্ছে। তাই সবকিছু ভুলে ছবিতে যেন তাঁকে ভালো দেখায় সেকথা মাথায় ঘুরছিল তাঁর। তাই প্রতি মুহূর্তে ঠোঁটে চওড়া হাসি ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। মালাইকার কথায়, ‘আমি সচেতনভাবে নিজেকে মনে করিয়ে দিচ্ছিলাম যে খোলা মুখের বা বন্ধ চোখের শট যেন না আসে। মুহূর্তটি উপভোগ করার সময়, আমি ক্যামেরার জন্য আমার সেরা পোজ দেওয়ার চেষ্টা করছিলাম’।

অবশেষে অভিনেত্রী জানান, ‘আমি সত্যিই বিশ্বাস করি জীবনে কিছু ভয়কে জয় করা বা নিজেকে এমন কিছু দিয়ে চ্যালেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ যা আপনি কখনও ভাবতে পারেননি। এই চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে আপনাকে অবিশ্বাস্য স্মৃতি নিয়ে যায় যা সারাজীবন স্থায়ী হবে’।

 

বন্ধ করুন