ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে ভীষণ জনপ্রিয় শ্রুতি দাস। শেষ তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় মেগা 'রাঙাবউ' -তে। গত বছরের ডিসেম্বরে শেষ হয়েছিল তাঁর অভিনীত সর্বশেষ মেগা 'রাঙাবউ'। কিন্তু তার পর থেকে আর ছোট পর্দায় সেই ভাবে দেখা মেলেনি নায়িকার। একটা বছরের বিরতিতে মন ভালো নেই অভিনেত্রীর। ছবি ও ওয়েব সিরিজের কাজ মিলিয়ে মাত্র ১৮ থেকে ২০ দিন তিনি এই বছর কাজ করার সুযোগ পেয়েছেন। তাই বছর শেষে সমাজ মাধ্যমের পাতায় নিজের সেই মন খারাপ ও তার থেকে উত্তরণের কথা জানালেন শ্রুতি।
অভিনেত্রী তাঁর 'রাঙাবউ' লুকের একটি ছবি শেয়ার করে লেখেন, 'রাঙাবউ শেষ সম্প্রচারিত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তারপর ২০২৪ সালে আমার কাছে দুটো দুর্দান্ত সুযোগ এসেছিল। একটি হল ‘আমার বস’ আর অন্যটি হল ‘ডাইনি’। কিন্তু এর পরও এই বছরটা আমার কেরিয়ারের জন্য সেরা বছর নয়। কারণ আমি এই বছর মাত্র ১৮-২০ দিন শ্যুটিং করেছি। কিন্তু এই বছরটা বাস্তবতা এবং অনিশ্চয়তা উপলব্ধি করার জন্য সেরা বছর ছিল। এটা আমাকে আরও শক্তিশালী, আরও ইতিবাচক ও আশাবাদী করে তুলেছে। আমার ফোকাস আরও বাড়িয়েছে। এখন আমি কেবল ভালো কিছুর জন্য অপেক্ষা করছি।'
আরও পড়ুন: বেবি বাম্প নিয়েই ট্রেন্ডিং গানে উদ্দাম নাচ রূপসার! প্রকাশ্যে আসতেই ভাইরাল ভিডিয়ো
নায়িকা তাঁর দর্শক এবং শুভাকাঙ্খীদেরও অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রসঙ্গে শ্রুতি লেখেন, ‘আপনারা এখন আমাকে আর নিয়মিত পর্দায় দেখেন না। তার পরও যে আমাকে যে নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি চিরকাল মহাবিশ্বের কাছে কৃতজ্ঞ থাকব। আর সব শেষ বলব, রাঙাবউ আমার কাছে সব সময় বিশেষ থাকবে। কারণ এই মেগা করে আমি আমার বাবা-মায়ের জন্য আমার স্বপ্নের বাড়ি কিনেছিলাম। এই মেগা আমাকে একজনের স্ত্রী হওয়ার নতুন পরিচয় দিয়েছে।'
প্রসঙ্গত, প্রযোজক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন নায়িকা। স্বর্ণেন্দু পরিচালিত মেগা ত্রিনয়নী-তে কাজ করতে গিয়ে তাঁদের প্রথম আলাপ হয়। তারপর পরিচালকের প্রেমে পড়েন শ্রুতি। তারপর তাঁরা একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁদের এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে পড়তে হয়েছে নানা কটাক্ষের মুখে। ‘কাজ পাওয়ার জন্যই তিনি স্বর্ণেন্দুর হাত ধরেছেন’, এই অভিযোগের তীর অনেকেই ছোড়েন অভিনেত্রীর দিকে। কিন্তু তার পরও একটা বছর প্রায় কাজ ছাড়া অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত সম্পর্ক তাঁকে কর্মক্ষেত্রে কোনও সুযোগ এনে দেয়নি।
আরও পড়ুন: বাবা-মেয়ের সম্পর্কের গল্পে চিরঞ্জিত-রুক্মিণী, শুরু ‘হাঁটি হাঁটি পা পা’-এর সফর
গত বছরেই শোনা গিয়েছিল উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় আসা নতুন ছবি 'আমার বস' -এ তাঁকে একটি গুরুত্বপূরণ ভূমিকায় দেখা যাবে। তাছাড়াও হইচই যখন এক গুচ্ছ সিরিজের ঘোষণা করেছিল, সেই সময় 'ডাইনি' নামে একটি ওয়েব সিরিজে তাঁকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। তবে এই দুটি কাজ বাদ দিয়ে আর কোনও নতুন কাজের খবর প্রকাশ করেননি অভিনেত্রী।