বাংলা নিউজ > বায়োস্কোপ > Khushbu Sundar: 'হিন্দুকে বিয়ের জন্য় ধর্মান্তরিত হইনি', ট্রোলারদের কড়া জবাব BJP নেত্রী খুশবুর

Khushbu Sundar: 'হিন্দুকে বিয়ের জন্য় ধর্মান্তরিত হইনি', ট্রোলারদের কড়া জবাব BJP নেত্রী খুশবুর

ইসলামই মেনে চলেন খুশবু সুন্দর

Kushbu Sundar: বিয়ের জন্য ইসলাম ছেড়ে হিন্দু ধর্মগ্রহণ করেননি খুশবু সুন্দর ওরফে নিখাত খান। স্পষ্ট জানালেন অভিনেত্রী।

আশির দশকে শিশুশিল্পী হিসাবে বলিউডে বিখ্যাত ছিলেন খুশবু। যদিও জন্মসূত্রে তিনি নিখাত খান। এই মুসলিম অভিনেত্রী পরবর্তীতে নায়িকা হিসাবে চুটিয়ে কাজ করেছেন বলিউডে এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তবে আজকাল অভিনয় নয়, নিজের রাজনৈতিক জীবন নিয়েই চর্চায় থাকেন খুশবু সুন্দর। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন সরগরম রাজনৈতিক মহল, তখন বিয়ে নিয়ে কটাক্ষে জেরবার বিজেপি নেত্রী। 

বিপুল শাহ প্রযোজিত ‘দ্য কেরালা স্টোরি’তে উঠে এসেছে জোর করে হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ধর্মান্তকরণের গল্প। এই ছবিকে 'প্রোপাগান্ডা ফিল্ম' বলে বিঁধতে ছাড়েনি বাম-কংগ্রেস। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া খুশবু সুন্দর জন্মসূত্রে মুসলিম, তবে দু-বারই হিন্দুকে বিয়ে করেছেন অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠা খুশবু। তবে তিনি ইসলাম ধর্মই মেনে চলেন, হিন্দুকে বিয়ের জন্য ধর্মান্তরিত হননি তা স্পষ্ট করলেন খুশবু সুন্দর। 

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলিং-এর মুখে পড়তে হল খুশবুকে। টুইট বার্তায় কড়া জবাবও দিলেন বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্যা। তিনি লেখেন, ‘যারা আমার বিয়ে নিয়ে প্রশ্ন তুলছেন, অথবা বলছেন আমার স্বামীকে বিয়ে করতে আমি ধর্মান্তরিত হয়েছে, তাদের বলি একটু শিক্ষিত হন প্লিজ। দুঃখিত, যে তারা হয়ত কোনওদিন বিশেষ বিবাহ আইনের কথা শোনেননি, যা আমাদের দেশে বহাল রয়েছে। আমি কোনওদিন ধর্মান্তরিত হয়নি, আমাকে কেউ জোরও করেনি। আমার ২৩ বছর দীর্ঘ বিয়ের ভিত্তি বিশ্বাস, সম্মান আর ভালোবাসা। তাই যারা সন্দেহ প্রকাশ করছেন, তারা দয়া করে ঘুরে-বেড়িয়ে আসুন। আপনাদের প্রয়োজন রয়েছে’। 

জানা যায়, ১৯৯৪ সালে অভিনেতা-প্রযোজক প্রভুকে বিয়ে করেছিলেন খুশবু। বেশ কয়েক বছর লিভ ইন সম্পর্কে থাকার পর বিয়ের পর্ব সারেন তাঁরা। কিন্তু মাত্র চার মাস পরেই ভেঙে যায় এই বিয়ে। পরবর্তীতে ২০০০ সালে অভিনেতা-পরিচালক-প্রযোজক সুন্দর সি-কে বিয়ে করেন খুশবু। বিয়ের পর স্বামীর নাম নিজের নামের সঙ্গে জুড়ে নেন তিনি। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। ২৩ বছরের সুখী দাম্পত্য খুশবু-সুন্দরের। 

বাবার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মাস কয়েক আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন খুশবু সুন্দর। মার্চ মাসেই বিস্ফোরক সাক্ষাৎকারে বিজেপি নেত্রী বলেন মাত্র ৮ বছর বয়স থেকে বাবার হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। 

বন্ধ করুন