বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhisekh Chatterjee: ‘বাবা,জানি তুমি সঙ্গে আছো’, ক্লাস সেভেনের প্রথম দিন, আর্শীবাদ চাইল অভিষেক-কন্যা

Abhisekh Chatterjee: ‘বাবা,জানি তুমি সঙ্গে আছো’, ক্লাস সেভেনের প্রথম দিন, আর্শীবাদ চাইল অভিষেক-কন্যা

বাবাকে আগলে অভিষেক কন্যা (ছবি-ফেসবুক)

বাবার ছবি আগলে অভিষেক কন্যা ডল। ছবি দেখে চোখ ভিজলো নেটিজেনদের। 

বাবাকে হারানোর যন্ত্রণা এখনও মনের ভিতর তরতাজা। চোখের কোণের জল শুকোয়নি। তবুও এর মাঝেই নতুন পথে পা বাড়াচ্ছে অভিষেক কন্যা সাইনা ওরফে ডল। অভিষেকের চোখের মণি ছিল তাঁর মেয়ে। বৃহস্পতিবার ক্লাস সেভেনের প্রথম ক্লাস ডলের। সবটা আগের মতোই রয়েছে, শুধু বাবা নেই। তাই এইদিন স্কুলের জন্য তৈরি হয়ে একটু বেশিই আবেগপ্রবণ সে।

দক্ষিণ কলকাতার এক নামী ইন্টারন্যাশন্যাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সাইনা। মন ভারাক্রান্ত, তবুও জীবনপথে এগিয়ে যেতে হবে। প্রয়াত বাবার স্বপ্নপূরণ করাই এখন ১২ বছরের সাইনার একমাত্র লক্ষ্য। এদিন অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকেই বাবার ছবিকে জাপটে ধরে থাকা সাইনা (ডল)-র এই হৃদয় নিংড়ানো মুহূর্তটি শেয়ার করেছেন সংযুক্তা চট্টোপাধ্যায়।

বাবার উদ্দেশে ডলের বার্তাও ভাগ করে নেন তিনি। ডল লিখেছে, ‘প্রিয় বাবা, আমি ক্লাস সেভেনে প্রথমদিন স্কুলে যাচ্ছি, তোমার উপস্থিতি একান্ত কাম্য, আর আর্শীবাদও। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছো। ইতি- তোমার আদরের ডল’।

অভিষেক অনুরাগীদের জন্য পত্নী সংযুক্তার বার্তা, ‘সকলের কাছে প্রার্থনা, দয়া করে আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান আমাদের মেয়ে ডলকে, আজ থেকে ওর ক্লাস সেভেনের যাত্রা শুরু হল’।

ডলের জন্য কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। জীবনপথে এগিয়ে চলবার জন্য অভিষেক কন্যাকে ভালোবাসা ও আর্শীবাদ জানিয়েছে সবাই। প্রসঙ্গত, দিন কয়েক আগেই সাইনা জানিয়েছেন বড় হয়ে অভিনেত্রী হতে চায় সে। তাঁর কথায়,'আমি অভিনয় করতে পারি। আমি অভিনেত্রী হতে চাই। কিন্তু আমার কাছে এখনও কোনও সুযোগ আসেনি'।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র আগেই জেনে নিন ভোগের লাবড়া রান্নার সিক্রেট টিপস মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.