দেশের অন্যতম ‘পাওয়ার কপল’ তাঁরা। তাঁদের প্রেম, বিয়ে- সবটাই রূপকথার মতো। বিরুষ্কা জুটি সবসময়ই থাকেন লাইমলাইটে। বিজ্ঞাপনের শ্যুটিং সেটে আলাপ, সেখান থেকে বন্ধুত্ব, প্রেমের পথ পেরিয়ে ইতালিতে বিয়ের পর্ব সারা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন দুজনে।
ক্রিকেটার বিরাটের জীবনের অনুষ্কার প্রভাব কতটা? মোহালিতে শততম টেস্টের ঠিক আগে সেই জবাব দিয়েছেন বিরাট। শুক্রবার থেকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন কোহলি। বিসিসিআই-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বললেন, 'আমার জীবনে অনুষ্কার বিরাট প্রভাব। জীবনে কারও প্রভাব থাকলে মাঠেও তার প্রতিফলন পাওয়া যায়। কারণ খেলাটাও আমাদের জীবনের অঙ্গ। আমি সম্পূর্ণ পালটে গিয়েছি আর পুরোটাই ভালোর জন্য।'
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন- 'অনুষ্কার মতো জীবনসঙ্গী পাওয়ায় আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার কাছে শক্তির একটা স্তম্ভ অনুষ্কা। জানি লোকে আলোচনা করে, তবে হ্যাঁ অনুষ্কা আমার জীবনে আসার পর আমার বিবর্তন শুরু হয়। আমরা একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করেছি। অনুষ্কা না থাকলে এত আবেগ আর প্রাণশক্তি নিয়ে খেলতে পারতাম না।'
দেখতে দেখতে কেরিয়ারের ১১ বছর পার করে ফেলেছেন বিরাট। সম্প্রতি অধিনায়ত্ব ছেড়ে বিতর্কে জড়িয়েছিলেন। মাঠে লড়াকু মেজাজের জন্য কখনও কখনও বিতর্ক ঘিরে ধরে তাঁকে, কিন্তু সেসবকে পাত্তা দিতে না-রাজ তিনি। তাঁর হয়ে কথা বলে তাঁর ব্যাট। ইতিমধ্যেই ১০০তম টেস্টে ৮০০০ রানের গন্ডি পার করে ফেলে নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন কোহলি। ফের একবার সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আফসোস রয়েছে, তবে আজও মোহালিতে নিজের ক্লাস দেখালেন বিরাট।