তাঁর প্রেমে বুঁদ অষ্টাদশী তরুণী। তবে বয়স বাড়ছে শাহরুখ খানের! তাই বিশ্রাম দরকার অভিনেতা। অভিনেতা ২০২৩ সাল জুড়ে ব্যস্ত ছিলেন তিন-তিনটি ছবি নিয়ে, দুটো ব্লকবাস্টার, অন্যটিও প্রশংসা কুড়িয়েছে। আপতত শ্যুটিং ফ্লোর থেকে দূরেই রয়েছেন কিং খান। আপতত আইপিএলের ম্যাচে নিয়মিত দেখা মিলছে বাদশার। কেকেআরের হয়ে গলা ফাটাচ্ছেন সুপারস্টর।
আইপিএলের আনুষ্ঠানিক ব্রডকাস্টার স্টার স্পোর্টসের সঙ্গে একান্ত আলাপচারিতায় শাহরুখ জানালেন কবে শ্যুটিং সেটে ফিরবেন তিনি। একইসঙ্গে ভাগ করে নিলেন বিশ্রামের প্রয়োজন তাঁর।
'গত বছর আমার তিনটি ছবি ছিল'
শাহরুখ জানান গত বছর তাঁর তিনটি ছবি মুক্তি পেয়েছিল (পাঠান, জওয়ান এবং ডাঙ্কি), যার অর্থ তিনি বিরতিহীনভাবে কাজ করছেন। তিনি বলেন, যে চরিত্রগুলো তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন তা শারীরিকভাবে খুব চ্যালেঞ্জিং ছিল তাই তিনি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিবর্তে তার আইপিএল ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) উপর মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘আমার শুধু মনে হয়েছে আমি একটু বিশ্রাম নিতে পারি। তিনটে ছবি করেছি, অনেক শারীরিক পরিশ্রমও করতে হয়েছে। তাই বললাম, হয়তো একটু বিশ্রাম নেব। আমি পুরো টিমকে বলেছি, আমি সব ম্যাচে হাজির হব। সৌভাগ্যবশত শ্যুটিং এবার অগস্ট কিংবা জুলাইতে শুরু হবে.. আমরা জুন মাসে সবটা পরিকল্পনা করব, জুন থেকে শুরু হবে কাজ। তাই সব ম্যাচেই আসতে পারছি একেবারেই স্বাধীনভাবে। এখানে আসতে পেরে আমি আনন্দিত’।
শাহরুখের আসন্ন প্রোজেক্ট
জানা গিয়েছে এবার মেয়ে সুহানার সঙ্গে বড় পর্দায় স্ক্রিন ভাগ করবেন শাহরুখ খান। তাঁদের এই অ্যাকশনে ঠাসা থ্রিলার ছবিটির নাম কিং। সুজয় ঘোষ এই ছবিটির পরিচালনা করবেন। অন্যদিকে এই ছবিটির প্রযোজনা করবেন গৌরী খান এবং সিদ্ধার্থ আনন্দ। খবর, এই ছবিতে গ্রে শেডের চরিত্রে থাকবেন বাদশা। অর্থাৎ ডন ৩ করতে রাজি না হলেও এই ছবিতে নাকি ডনের ভূমিকায় থাকবেন শাহরুখ।
একই সাক্ষাৎকারে বিরাট কোহলিকে বলিউডের 'জামাই' বলে সম্বোধন করেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি, আমি তাকে ভালোবাসি। আমরা বলি তিনি আমাদের জামাই। অন্য খেলোয়াড়দের তুলনায় আমি তাকে সবচেয়ে বেশি চিনি। আমি বিরাট ও অনুষ্কাকে দীর্ঘদিন ধরে চিনি, তাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। আমি তাকে চিনি যেহেতু যখন বিরাট-অনুষ্কার প্রেমের শুরু তখন আমি অনুষ্কার সাথে শুটিং করছিলাম।’