বাংলা নিউজ > বায়োস্কোপ > Soumitrisha Kundu: ‘মনে হচ্ছে কোনও ডাক্তারকেই বিয়ে করতে হবে’, এ কেমন কথা ‘মিঠাই’ সৌমিতৃষার মুখে!

Soumitrisha Kundu: ‘মনে হচ্ছে কোনও ডাক্তারকেই বিয়ে করতে হবে’, এ কেমন কথা ‘মিঠাই’ সৌমিতৃষার মুখে!

ডাক্তারকে বিয়ে করতে চান সৌমিতৃষা। 

মিঠাই থুরি সৌমিতৃষা কুণ্ডুর মুখে কেন হঠাৎ বিয়ের কথা? দেখুন নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট-

সোশ্যাল মিডিয়া থেকে ভরে ভরে ভালোবাসা পান সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। লাখ-লাখভক্ত সৌমির। সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ। তবে এবার হঠাৎ বিয়ের কথা কেন বললেন!

আপাতত ‘মিঠাই’-তে মিঠি হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকের লেটেস্ট আপডেট অনুযায়ী মারা গিয়েছে মিঠাই। সিড বউয়ের মারা যাওয়া মেনে নিয়ে। সিড-মিঠাইয়ের ছেলে শাক্যর গৃহশিক্ষিকা মিঠি, যাকে মিঠাইয়ের মতোই দেখতে। ঘটনাচক্করে গুণ্ডাদের হাত থেকে বাঁচতে বিয়েও হয়ে যায় মিঠি আর সিডের। আপাতত দুজনে মিলে করছে সোম আর তোর্সার বিয়ে বাঁচানোর চেষ্টা।

মিঠি লুকেই ছবি দিলেন মিঠি। শুয়ে আছেন দড়ির হ্যামকের উপরে। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার এত শরীর খারাপ হচ্ছে যে মনে হচ্ছে কোনও ডাক্তারকেই বিয়ে করতে হবে।’ আর সৌমিতৃষার এই কমেন্টে বেশ মজা পেয়েছেন তাঁর ভক্তরা। সঙ্গে নিজের যত্ন নেওয়ার উপদেশও দিয়েছেন।

এক ভক্ত কমেন্টে লিখলেন, ‘তুমি একটু নিজের যত্ন নাও না। এই শীতেও গায়ে কিছু দাওনি। নিজের খেয়াল রাখো।’ অপরজন লিখলেন, ‘মাধুরী দীক্ষিত হয়ে যাও তাহলেই কোনও ডক্তর নেনে পেয়ে যাবে।’

রচনা বন্দ্যোপাধ্যায়ের শো দিদি নম্বর ১-এ এসে কেমন মনের মানুষ চান তা নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল সৌমিকে। রচনা যখন প্রশ্ন করেন, সৌমিতৃষার প্রেমিককে কী রান্না জানতে হবে? তাতে জবাব আসে ‘না সেরকম কোনও ক্রাইটেরিয়া নেই’। সঙ্গে সঙ্গে রচনার ফের প্রশ্ন, ‘কেন তোমার ফাইফরমাশ খাটতে হবে তো’। এরপরই মিষ্টি হেসে সকলের প্রিয় মিঠাই রানি জবাব দেন, ‘একটু প্যাম্পর করতে হবে আর কী! ভালোবেসে আগলে-টাগলে রাখবে।’

 

বন্ধ করুন