অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। ঐশ্বর্যর সঙ্গে তাঁর বিচ্ছেদ জল্পনা এখন সবমহলে। সেই নিয়ে চুপ বচ্চন পুত্র। তবে কথা বলতে চান তিনি, ক্ষমা চাইতে চান সেই সব মানুষের কাছে যাঁদের কষ্ট দিয়েছেন। কিন্তু অভিষেক বচ্চন নন, এই উপলব্ধি অর্জুনের। সুজিত সরকারের আসন্ন ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এ মৃত্যশয্যায় থাকা অর্জুনের চরিত্রে দেখা মিলবে অভিষেকের।
মঙ্গলবার ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ করেছেন সুজিত সরকার। রাইজিং সান ফিল্মস তাদের ইউটিউব চ্যানেলে প্রায় দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ট্রেলারটি পোস্ট করেছে। এই ছবির সঙ্গে দীর্ঘদিন পর পরিচালকের আসনে সুজিত সরকার। সর্দার উধম সিং মুক্তি পেয়েছিল ২০২১ সালে। তিন বছরের ব্যাবধানে নতুন ছবি নিয়ে আসছেন বাঙালি পরিচালক।
ওয়ান্ট টু টক ট্রেলার
শুরু থেকেই পর্দায় অন্য ধাঁচের গল্প বলতে ভালোবাসেন সুজিত সরকার। তাঁর ছবিতে মানবিক অনুভূতি যেভাবে তুলে ধরা হয় তা এক কথায় অনবদ্য। এবারও চেনা পিচেই ব্যাট করলেন সুজিত। ট্রেলার শুরু হয় অর্জুনকে দিয়েই। অভিষেক বচ্চন সার্ভিকাল কলার পরে সোফায় বসে ভেঙে এক্সট্রাঅর্ডিনারি শব্দ উচ্চারণের চেষ্টা করছেন। সেই কাজে তাঁর মেয়ে অহল্যা বামরু তাকে সাহায্য করছে। শুরুতে চেষ্টা করলেও মাঝপথেই হাল ছেড়ে দেন অর্জুন।
ট্রেলারে স্পষ্ট কোনও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অভিষেক। সেই রোগটি স্পষ্ট নয়, তবে খুব সম্ভবত ক্যানসার থাবা বসিয়েছে অর্জুনের শরীর। চিকিৎসার জন্য মেয়ের সঙ্গে বিদেশে থাকে সে। ছোট থেকেই মেয়ের সঙ্গে জটিল সম্পর্ক অর্জুনের। ঘন ঘন হাসপাতাল, থেরাপি সেশন এবং এমনকি ডাক্তারের বাড়িতে ছুটে যান অভিষেক। অর্জুনের গলায় অস্ত্রোপচার হয়েছে তা উঠে এল ট্রেলারে। ভিডিওর শেষে এক বিদেশি মহিলার অর্জুনকে প্রশ্ন করে, ‘তুমি যখন তোমার জীবন ফিরে পাবে, তখন তুমি কী করবে, অর্জুন?’ তার একটাই জবাব, ‘আমি কথা বলতে চাই…’। অর্থাৎ কণ্ঠ যদি ফিরে আসে তাহলে অনেক জমা কথা ভাগ করে নিতে চান অর্জুন।
ছবিতে অভিষেককে নতুন অবতারে দেখা গেল। ভুঁড়িওয়ালা চেহারা, কখনও তাঁর মুণ্ডিতমস্তক। সচরাচর অভিনেতারা নিজেদের এই রূপে দেখতে স্বচ্ছন্ন হন না, কিন্তু চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে জানেন অভিষেক। ট্রেলারে ইঙ্গিত স্পষ্ট যে অভিষেক কোনও বাঙালি চরিত্রে অভিনয় করেছেন।
আই ওয়ান্ট টু টক সম্পর্কে
আধুনিক সময়ের সম্পর্ক, সংগ্রাম এবং মানবিক অবস্থার জটিলতা নিয়েই এই ছবি। সুজিত সরকার এই ছবিতে আবেগ আর অনুভূতির জল বুনেছেন খুব সন্তর্পনে। অভিষেক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পার্ল মানে, জনি লিভার, জয়ন্ত কৃপালানি ও ক্রিস্টিন গডার্ড।
ছবিটি ২২ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রাইজিং সান ফিল্মস এবং কিনো ওয়ার্কসের ব্যানারে রনি লাহিড়ী ও শীল কুমার প্রযোজনা করেছেন আই ওয়ান্ট টু টক। ছবির চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ।