বাংলা নিউজ > বায়োস্কোপ > 'সহকারী পরিচালক হিসেবে জঘন্য ছিলাম', কেন এহেন স্বীকারোক্তি করলেন অর্জুন?

'সহকারী পরিচালক হিসেবে জঘন্য ছিলাম', কেন এহেন স্বীকারোক্তি করলেন অর্জুন?

অর্জুন কাপুর। (ছবি সৌজন্যে - ফেসবুক)

অভিনেতা হওয়ার আগে 'কল হো না হো' এবং 'সালাম-এ- ইশক' ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব সামলেছেন অর্জুন কাপুর। তবে ওই কাজে যে তিনি মোটেই ভালো ছিলেন না তা নিজের মুখেই জানিয়েছেন এই তারকা।

২০১২ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'ইশকজাদে'। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন অর্জুন কাপুর। সাদরে গৃহীতও হয়েছিলেন দর্শকদের মধ্যে। তবে অভিনেতা হওয়ার আগে সহাকরী পরিচালক হিসেবে দীর্ঘদিন বলিপাড়ায় কাটিয়েছিলেন তিনি। নিখিল আডবানির 'কল হো না হো' এবং 'সালাম-এ-ইশক' এই দুই ছবিতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব সামলেছিলেন এই 'গুন্ডে'। তবে সে কাজে যে তিনি মোটেই ভালো ছিলেন না সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা নিজেই জানিয়েছেন অর্জুন। বলি-নায়কের কথায়, 'একেবারে জঘন্য ছিলাম সে কাজে।'

অর্জুন আরও বলেন,' বিশ্বাস করুন, খুব খারাপ ছিলাম ওই কাজে। আসলে বলতে খারাপ লাগলেও ছোট থেকেই সুবিধে পেয়ে বড় হয়েছিলাম। এখানে সুবিধে বলতে কিন্তু স্রেফ অর্থনৈতিক সচ্ছলতার কথা বলছি না। মানে বলতে চাইছি ভুল করেও পার পেয়ে যাব, এই ধারণা পোষণ করার মতো পাকাপোক্ত জায়গা ছিল আমার। তার ওপর ফিল্মি পরিবার থেকে আসার ফলে এই ধারণা আরও বদ্ধমূল হয়েছিল যে সহকারী পরিচালক হওয়াটা এলেবেলে ব্যাপার। যে কেউ করতে পারে। কিন্তু সে ধারণা কত বড় ভুল ছিল তা বুঝতে পেরেছিলাম ছবির সেটে কাজ শুরু করার পর।'

সামান্য থেমে তারকার সংযোজন,' কল হো না হো ছবিতে পরসাহালক নিখিল আডবানির সহকারী হিসেবে কাজ শুরু করি। সে সময়ে এমনও হয়েছে অনেকবার যে সেটে পরিচালক ঢুকে যাওয়ার পরে আমি হাজির হয়েছি! তারপর হয়ত কোনও কাজ করতে লাগবে ১৫ মিনিট সেটা আমি ৪ ঘন্টা লাগিয়েছি শেষ করতে। বলতে চাইছি নিজের কাজ ভালো না হলেও কাজের পরিবেশ এবং গোটা বিষয়টা কিন্তু তখন থেকেই দিব্যি উপভোগ করতাম। এরপর অবশ্য সালাম-এ-ইশক ছবিতে কাজ করার সময়ে বুঝতে পারি আমার কাজের গতি ও ধরণ দুইই ধীরে ধীরে বদলে গেছে। উন্নতি করতে শুরু করলাম দ্রুত। পরবর্তী সময়ে কাজটাকে গভীরভাবে ভালোবেসে ফেলি। ভবিষ্যতে যে আমিও কোনওদিন পরিচালক হতে চাই, সেই স্বপ্ন দেখা শুরু করেছিলাম তখন থেকেই।'

 

বায়োস্কোপ খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.