শীঘ্রই শাহিদ কাপুরের বিপরীতে ‘জার্সি’ ছবিতে দেখা যাবে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে। অভিনেত্রীর হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট। বড় পর্দায় কাজ করার আগে টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন ম্রুণাল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল জানিয়েছেন, টিভি শো ‘কুমকুম ভাগ্যে’র প্রধান চরিত্র হিসেবে প্রথমে চুক্তিবদ্ধ করা হয়েছিল তাকে। কিন্তু তার চরিত্রটি ধীরে ধীরে দ্বিতীয় লিডে পরিণত হয়েছিল। এরপর স্মৃতি ঝা প্রজ্ঞা প্রথম প্রধান ছিলেন।
ম্রুণাল ‘কুমকুম ভাগ্যে’তে স্মৃতি ঝা প্রজ্ঞার ছোট বোন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। এখনও চলছে এই ধারাবাহিক। স্মৃতি এখনও প্রজ্ঞার চরিত্রে অভিনয় করছেন। ম্রুণালকে প্রজ্ঞার বোন বুলবুলের চরিত্রে দেখা গিয়েছিল।
সম্প্রতি এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে ম্রুণাল জানিয়েছেন, 'আমি বুঝতে পেরেছি যে 'লিড' শব্দটি খুবই বিভ্রান্তিকর। আমি আমার টিভি শো কুমকুম ভাগ্য করার সময় এটি শিখেছি। আমি খুব একরোখা ছিলাম। শুধুমাত্র প্রধান চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। আমিও লিড হিসেবে চুক্তিবদ্ধ ছিলাম। এটা দ্বিতীয় লিডে পরিণত হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু একই সঙ্গে মাথা না ঘামিয়ে যে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলাম সেদিকে নজর দিয়েছিলাম। আপনি দর্শকদের উপর কী প্রভাব ফেলেছেন তা গুরুত্বপূর্ণ। লিড যে কেউ হতে পারে। তবে কখনও কখনও আসল মশলা অন্য চরিত্রেও থাকতে পারে।'
ম্রুণালকে কার্তিক আরিয়ানের বিপরীতে নেটফ্লিক্সের 'ধামাকা' ছবিতে শেষবার দেখা গিয়েছিল। বর্তমানে, জার্সি সহ এই বছর মুক্তির জন্য তার পাঁচটি ছবি রয়েছে। যথাক্রমে- ‘পিপ্পা’, ‘আঁখ মিচোলি’, এবং ‘থাদাম রিমেক’, পাশাপাশি 'সীতা রাম' নামে একটি তেলুগু ছবিও রয়েছে।