এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের অন্যতম তিনি। টিআরপি একটু কমতেই ‘মিঠাই’-এর স্লট বদলেছে, তবে নতুন সময়েও সুপারহিট মিঠাই। আপতত গল্পে ‘মিঠি’ রূপে সৌমিতৃষাকে দেখছে সকলে। নতুন ভূমিকাতেও সবার মন জয় করতে সফল অভিনেত্রী। সৌমিতৃষার সহজ-সরল অথচ সাবলীল অভিনয় মন ছুঁয়ে যায় অনুরাগীদের।
সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ অভিনেত্রী। ফ্য়ানেদের পোস্টে কমেন্ট হোক বা তাঁদের বানানো ভিডিয়ো শেয়ার- কোনও কিছু থেকেই বিরত থাকেন না সৌমিতৃষা। সম্প্রতি ফেসুবকে সৌমিতৃষার একটি মন্তব্য চরম ভাইরাল! সেখানে কী লিখেছেন অভিনেত্রী? সৌমিতৃষা লিখেছেন, ‘আর ছবি নেই তোমাদের কাছে? এক শাড়ি আর এক ছবি খালি। এসো রোজ একটা করে ছবি তুলতে দেখাবো মজা’। কিন্তু কাকে মজা দেখানোর হুমকি দিলেন সৌমিতৃষা? মনে প্রশ্ন জাগছে নিশ্চয়। তাহলে ব্যাপারটা খোলসা করা যাক।
ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয় শনিবার। নিজস্ব প্রমোশন্যাল পোস্ট ছিল সেটি। সপ্তাহান্তে কী কী ছবি দেখবে সেই ব্যাপারে চিন্তায় থাকলে, মুশকিল আসান হবে জি ফাইভ বাংলা। এমনটাই লেখা রয়েছে ওই পোস্টে। সেই পোস্টে মিঠাইরানির একটি ছবি ব্যবহার করেছে তাঁরা। কিন্তু এই ছবি বড্ড একঘেঁয়ে ঠেকেছে স্বয়ং সৌমিতৃষার কাছে। তাই অভিযোগের সুরে কমেন্ট বক্সে ওই কথা লিখে বসেন সৌমিতৃষা। ‘জি কাকু’কে এমনভাবে কড়া জবাব দেওয়ায় সৌমিতৃষার ফ্যানেরা বেশ উত্তেজিত। একজন লিখেছেন, ‘জি শকড, মিঠাই রকস’। অপর একজন লেখেন, ‘সৌমিতৃষা যা বলল, আর পরেরবার এই ছবি দেখবে না’।

অভিমানী মিঠাই
প্রসঙ্গত, শুক্রবারই ৭০০ এপিসোড পূর্ণ করেছে মিঠাই। স্বভাবতই উচ্ছ্বসিত গোটা টিম। ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল মিঠাইয়ের সম্প্রচার। শুরু থেকেই মিঠাই-এর সারল্য, প্রাণোচ্ছ্বল হাসি মন জয় করে নিয়েছে দর্শকদের। আপতত মিঠাইয়ের একদম নতুন অধ্যায়ের সাক্ষী দর্শক। মিঠাইয়ের মতো মিঠিকেও আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে দর্শক। মিঠিই মিঠাই? নাকি দু'জন আলাদা ব্যক্তি? সেই নিয়ে জল্পনার শেষ নেই। তার মাঝেই ৭০০ পর্বের সেলিব্রেশন সারল মিঠাই টিম। এর মাঝেই জি বাংলার তরফে জারি করা হয়েছে মিঠাইয়ের নতুন স্ক্রল প্রোমো। সেখানে জানানো হচ্ছে, ‘মিঠাই ফিরে এল শাক্যর কাছে’। যদিও ফ্যানেদের ধারণা শাক্যর কাছে মিঠিই মিঠাই সেজে ফিরবে। সৌমিতৃষা আগেই স্পষ্ট করেছেন, মিঠাইয়ের মৃত্যু হয়নি এটা নিশ্চিত। যার নামে সিরিয়াল, সে অবশ্যই ফিরবে- এই আশ্বাস ফ্যানেদের দিয়েছেন অভিনেত্রী। কিন্তু কবে আর কীভাবে হবে মিঠাইয়ের কামব্যাক সেটাই দেখবার!