বলিউডে বর্তমানে অন্যতম বোল্ড এবং সুন্দরী অভিনেত্রী হিসেবে পরিচিত মালাইকা আরোরা। সদ্য India's Best Dancer 2-তে বিচারকের আসনে দেখা মিলেছে তাঁর। রিয়েলিটি শোয়ের দ্বিতীয় সিজনের বিচারের আসনে মালাইকা ছাড়াও রয়েছেন নৃত্যশিল্পী গীতা কাপুর এবং টেরেন্স লুইস।
আপাতত ডান্স রিয়ালিটি শো-এর অডিশন পর্ব চলছে। সেখানে প্রতিদিন অডিশন দিতে আসা নতুন নতুন প্রতিযোগীদের সঙ্গে আলাপ হচ্ছে বিচারকদের। সদ্য সোনি টেলিভিশন চ্যানেলের তরফে নতুন একটি প্রোমো মুক্তি পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে অডিশন দিতে আসা এক প্রতিযোগি মালাইকার হাত ধরে তাঁকে প্রপোজ করেন। যদিও ভালোবাসা নিবেদন করার সময় অভিনেত্রীকে সে ‘দিদি’ বলে সম্বোধন করে।
অডিশনে আসা প্রতিযোগীর কাণ্ড দেখে গাল লাল হয়ে ওঠে মালাইকার। অভিনেত্রী কিছু বলে ওঠার আগেই, পাশে দাঁড়িয়ে থাকা মণীশ পাল বলে ওঠেন, ‘এ তো রাখীবন্ধন থেকে বেরিয়ে আসতে পারছে না’। ফিক ফিক করে হেসে ফেলেন গীতা কাপুর।
এই প্রথম নয়, এর আগেও অনেক প্রতিযোগী মালাইকার প্রশংসা করেছেন। একটি প্রোমোতে, একজন অডিশন দিতে আসা প্রতিযোগী মালাইকাকে দেখে প্রশংসা করতে শুরু করেন। তিনি বলেছিলেন, ‘আপনি আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে গেছেন। আগে অনেক রোগা ছিলেন’। প্রশংসা শুনে অভিনেত্রীর রীতিমতো লজ্জায় লাল হয়ে যান।