অন্যান্য সময়ের মতো সপ্তাহন্তের পার্টি নয়। শুক্রবার মুম্বইতে নিজের বাড়িতেই জন্মদিনের পার্টি দিয়েছিলেন তানিয়া শ্রফ। আমন্ত্রিত ছিলেন তানিয়া শ্রফের ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরাও। ছিলেন অর্জুন কাপুর, নির্বাণ খান, আরহান খান, মিজান জাফরি এবং ওরহান আওয়াত্রামনি ওরফে ওরি, সুহানা খান, ইব্রাহিম আলি খান সহ আরও অনেকেই।
এদিন কালো রঙের সরু স্ট্যাপ গাউনের সঙ্গে হীরের জুয়েলারিতে নজর কাড়েন শাহরুখ কন্যা। একই রঙের বাদামী রঙের সরু স্ট্র্যাপ গাউনে দেখা যায় অনন্যা পান্ডেকে। একই গাড়িতে এসেছিলেন অন্যন্যা ও সুহানা। পাপারাৎজিদের দেখে হাত নাড়তেও দেখা যায় তাঁদের। অর্জুন কাপুরকে এদিন কালো প্যান্ট ও প্রিন্টেড শার্টে পার্টিতে ঢুকতে দেখা যায়।
আরও পড়ুন-আমি ক্ষমাপ্রার্থী, জনপ্রতিনিধি হিসাবে গায়ে হাত তোলা ঠিক হয়নি, ভুল হয়েছে: সোহম

এদিকে এদিন পার্টিতে ঢোকা ও বের হওয়া, দুই ক্ষেত্রেই লেন্সবন্দি হন সইফপুত্র ইব্রাহিম আলি খান। ঢোকার সময় ইব্রাহিমকে কুল লুকে দেখা গেলেও বের হওয়ার সময় টলমল পায়ে দেখা যায় তাঁকে। আরেকটু হলে উল্টেই পড়তেন ইব্রাহিম। সইফপুত্র ইব্রাহিমের সেই ভিডিয়ো দেখে নেটপাড়ায় অনেকেই তাঁকে মাতাল বলে কটাক্ষ করেছেন। যদিও মদ্যপান করার কারণে নয়, পায়ে কিছু একটা আটকে গিয়ে হোঁচট খেয়েছিলেন ইব্রাহিম। আরেকটু হলেই মুখ থুবড়ে পড়তেন তিনি।
এদিকে কাজের ক্ষেত্রে ইব্রাহিম আলি খান খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন বলে খবর। ইতিমধ্যেই তিনি একটা ছবি শ্যুটিংও করে ফেলেছেন। যদিও এখনও সেই প্রজেক্টের কথা ঘোষণা হয়নি। তবে সইফ পুত্র ইব্রাহিমের বলিউডে পা রাখা এখন শুধুই সময়ের অপেক্ষা।