করণ জোহরের হাত ধরেই ফের বলিউডে পা রাখতে চলেছেন আরও এক নেপো কিড সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। করণ জোহরের ‘নাদানিয়া’ ছবির হাত ধরে তিনি নজর কাড়তে চলেছেন পর্দায় আর তাঁর বিপরীতে থাকছেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর। এই খবর অবশ্য আগেই প্রকাশ্যে এসেছিল। এবার খুশি ও ইব্রাহিমের নাচের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ছবির গানেই তাঁদের মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে।
ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
বলিউড টকিজের শেয়ার করা ভিডিয়োটিতে ছবিটির একটি প্রচারমূলক অনুষ্ঠানের মুহূর্ত ধরা পড়েছে। ভিডিয়োয় ‘নাদানিয়া’ ছবির গানেই খুশি এবং ইব্রাহিম আলি খানকে একসঙ্গে নাচ করতে দেখা গিয়েছে। ধূসর রঙের কর্ড সেট ও হাই হিলে নজর কেড়েছেন খুশি, অন্যদিকে সাদা টি-শার্ট, ব্লু জিন্স এবং ব্রাউন রঙের জ্যাকেটে ধরা দিয়েছেন সইফ-পুত্র।
আরও পড়ুন: হাতে নেই কাজ, গুহামানব সেজে মুম্বইয়ের রাস্তায় ঘুরছেন আমির খান? জানুন আসল সত্যি
কে কী বলছেন?
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দর্শকরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, 'আগের দশকের বলিউড অভিষেকে আর এখনের মধ্যে কত ফারাক। আগে ‘ধড়ক’, ‘হিরোপান্তি’ মতো ছবির হাত ধরে বি-টাউনে তাঁরা পা রাখত, আর এখন শুরুর কাজ মানেই ওটিটি।' আর একজন খুশিকে কটাক্ষ করে লেখেন, ‘খুশির কোনও এক্সপ্রেশন নেই।’
ছবির প্রথম পোস্টার ইতিমধ্যেই মুক্তি পেয়েছিল। তখনই জানা গিয়েছিল বড় পর্দা নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটিতে। সুহানা, অগস্ত্যর মতো সইফ পুত্রও বি-টাউনে পা রাখবেন ওয়েব মাধ্যমে হাত ধরে। নেটফ্লিক্সে তাঁদের ছবিটি মুক্তি পাবে।
আরও পড়ুন: মহিলা ভক্তের ঠোঁটে চুমু উদিতের! 'বেডরুম আর রাস্তাঘাট একাকার...', গর্জালেন মমতা শঙ্কর
প্রথমবার প্রেমে পড়ার যে অনুভূতি সেটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবিতে খুশির চরিত্রের নাম পিয়া। সে একজন বোল্ড, প্রাণখোলা মেয়ে। দক্ষিণ দিল্লির বাসিন্দা। অন্যদিকে, ইব্রাহিমের চরিত্রের নাম অর্জুন। সে থাকে নয়ডায়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। দু'জনের পৃথিবী একে অপরের থেকে একবারে আলাদা। কিন্তু দুই আলাদা জগতের মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে তখন কী কী ঘটে সেটাই এই ছবির মূল উপজীব্য।
ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শাওনা গৌতম। তিনি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে করণ জোহরকে সহকারী হিসেবে কাজ করেছিলেন। তাই এটা কেবল ইব্রাহিমের ডেবিউ কাজ না। তিনিও পরিচালক হিসেবে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করবেন। ছবিটি প্রযোজনা করেছে ধর্মাটিক এন্টারটেইনমেন্ট। ইব্রাহিম ও খুশি ছাড়াও 'নাদানিয়া'তে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মহিমা চৌধুরী, সুনীল শেট্টি, দিয়া মির্জা, যুগল হংসরাজ প্রমুখকে।