বলিউডে এখনও তিনি আত্মপ্রকাশ করেননি, কিন্তু তাও তাঁর ফ্যান ফলোয়িং একেবারে চোখে পড়ার মতো। অমৃতা সিংয়ের ছোট পুত্র ইব্রাহিম আলি খান যে সত্যিই নবাব পুত্র, তা নিজের আচরণের দ্বারা বারংবার তিনি প্রমাণ করেছেন। সম্প্রতি আরও একবার পাপারাৎজিদের পায়ে হাত দিয়ে প্রণাম করে সকলের মন জিতে নিলেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইব্রাহিম আলি খান জিম সেশন সেরে গাড়ির দিকে যাচ্ছেন। ইব্রাহিমের পরনে রয়েছে অফ হোয়াইট জ্যাকেট এবং কালো শর্টস, সঙ্গে সাদা টি শার্ট।
আরও পড়ুন: বাবা রোম্যান্টিক হিরো, আর ছেলে কিনা কমিক! একঘেয়ে চরিত্র করে করে ক্লান্ত তুষার?
আরও পড়ুন: মোটেই ধর্ম বদলাননি আদিত্য! তাহলে জারিনাকে বিয়ে করতে সবার চোখে ধুলো দিয়ে ঘটিয়েছিলেন কোন কাণ্ড?
ভিডিয়োয় দেখা যাচ্ছে, অন্য আর পাঁচটা দিনের মতোই ইব্রাহিমের জন্য অপেক্ষা করেছিলেন পাপারাৎজিরা। জিম থেকে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ইব্রাহিম। তবে গাড়িতে ওঠার আগে তিনি এমন কিছু করলেন যা সকলকে অবাক করে দিল। গাড়িতে ব্যাগ রেখেই হঠাৎ করে তিনি এগিয়ে গেলেন পাপারাজ্জিদের দিকে। তারপরেই সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করে ফের উঠে পড়লেন গাড়িতে।
ইব্রাহিমের পা ছুঁয়ে প্রণাম করায় রীতিমতো বিভ্রান্তিতে পড়েছিলেন পাপারাৎজিরা। তবে সঙ্গে সঙ্গে কিছুটা সামলে নিয়ে তাঁরা আশীর্বাদ করেন নবাব পরিবারের বড় পুত্রকে। অনেকে আবার হেসে ওঠেন এই ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি।
আরও পড়ুন: AI-এর সাহায্যে বাবার কণ্ঠ রেপ্লিকেট করতে চান না এসপি বালাসুব্রহ্মণ্যমের ছেলে! কিন্তু কেন?
আরও পড়ুন: শাহরুখ-পুত্রের ব্যয়বহুল ব্র্যান্ডের মুকুট নতুন পালক, আরিয়ানের D'Yavol স্কচই বিশ্বসেরা!
প্রসঙ্গত, কায়োজ ইরানি পরিচালিত ‘সারজামিন’ সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ইব্রাহিম আলি খান। কাশ্মীরের পটভূমিতে তৈরি এই সিনেমায় কাজল এবং পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ইব্রাহিম।
সিনেমার গল্পটি একজন সেনা অফিসারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ঘিরে তৈরি করা হয়েছে। করন জোহর দ্বারা সহ প্রযোজিত এই সিনেমাটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।