করণ জোহরের ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন আরও এক নেপো কিড। সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের বলিউড অভিষেক হবে করণ জোহরের নাদানিয়া ছবির হাত ধরে। সদ্যই প্রকাশ্যে এল এই ছবির প্রথম পোস্টার। জানা গেল বড় পর্দায় নয়, ছবিটি মুক্তি পাচ্ছে OTT তে। অর্থাৎ খুশি, সুহানা, অগস্ত্যর মতো সইফ পুত্রও বিটাউনে পা রাখবে ওয়েব মাধ্যমে হাত ধরে, বড় পর্দা নয়।
আরও পড়ুন: 'এতে কোনও কবির কি কিছু যায় আসে?' কলকাতায় ঢুকতে দেন না মমতা! বইমেলা আবহে মুখ্যমন্ত্রীর 'নালিশ' তসলিমার
আরও পড়ুন: খালি জাপটে ধরে চুমু নয়, লাইভ শোতে মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ট্রোলড উদিত নারায়ণ! ছিঃ ছিঃ নেটপাড়ায়
নাদানিয়া ছবি প্রসঙ্গে
ইব্রাহিম আলি খান নাদানিয়া ছবির মাধ্যমে ডেবিউ সারবেন। বড় পর্দার বদলে নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। তাঁর বিপরীতে এই ছবিটিতে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে খুশি কাপুরকে। ফলে লাভিয়াপ্পা মুক্তির আগেই যে শ্রীদেবী কন্যার নতুন কাজের খবর প্রকাশ্যে এল বলাই যায়। এদিন প্রকাশ্যে এল নাদানিয়া ছবিটির পোস্টার। স্থানে দেখা যাচ্ছে একটি মাঠে বসে আছেন ইব্রাহিম। আর তাঁর গায়ে হেলান দিয়ে আধ শোয়া হয়ে আছেন খুশি। দুজনের মুখে লেগে আলতো হাসি।
এই ছবিটির পরিচালনা করেছেন শাওনা গৌতম। অর্থাৎ রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে যিনি করণ জোহরকে সহকারী হিসেবে সাহায্য করেছিলেন। ফলে এটা খালি ইব্রাহিমের ডেবিউ কাজ না। তিনিও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। শনিবার ছবির নাম সহ প্রথম পোস্টার প্রকাশ্যে এল।
নাদানিয়া ছবিটির প্রযোজনা করেছে ধর্মাটিক এন্টারটেইনমেন্ট। কিন্তু কী নিয়ে এই ছবির গল্প? প্রথমবার প্রেমে পড়ার যে অনুভূতি সেটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। খুশির চরিত্রের নাম পিয়া। সে একজন বোল্ড, প্রাণখোলা মেয়ে। দক্ষিণ দিল্লির বাসিন্দা। অন্যদিকে ইব্রাহিমের চরিত্রের নাম অর্জুন। সে থাকে নয়ডায়। সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে। দুটো একেবারে আলাদা পৃথিবীর মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে তাও প্রথমবার তখন কী কী ঘটে সেটাই দেখা যাবে এই ছবিতে।
আরও পড়ুন: রঞ্জিনীকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফেরাতে চান মানসী! পরিবর্তে কাকে বাদ দিতে চাইলেন শো থেকে?
নাদানিয়া ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মহিমা চৌধুরী, সুনীল শেট্টি, দিয়া মির্জা, যুগল হংসরাজ, প্রমুখকে।