বলিউডে ডেবিউ করলেন সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। তবে সিনেমা নয়। বিজ্ঞাপন দিয়ে আত্মপ্রকাশ করলেন তিনি। আর সেটা দেখেই তাঁর সঙ্গে তাঁর বাবা সইফ আলি খানের অল্প বয়সের হুবহু মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন : ইন্ডিয়ান আইডলের অডিশনেই কথায় গানে 'ধুম মাচালেন' কলকাতার মানসী! হতবাক শ্রেয়া - বিশাল বলছেন, 'মজা আসবে...'
আরও পড়ুন : দ্রোহ বনাম পুজো কার্নিভাল! প্রতিমার গাড়ি দেখেই 'চোর চোর' স্লোগান আন্দোলনকারীদের, কটাক্ষ নেটপাড়ার
ইব্রাহিমের সঙ্গে সইফের হুবহু মিল পেল নেটপাড়া
একটি বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় ডেবিউ করলেন ইব্রাহিম। সেই বিজ্ঞাপনের একাধিক ছবি এদিন ভাইরাল হয়ে যায়। সেটা দেখেই নেটিজেনরা বলছেন তাঁকে সইফের থেকে বেশি সইফ লাগছে সেই বিজ্ঞাপনে। অনেকেই আবার দাবি করেছেন ৯০ দশকের সইফ আলি খানের মতো এখন ইব্রাহিম আলি খানকে দেখতে লাগে।
আরও পড়ুন : ঠাকুর দেখতে এসে লোকের বাড়ির বাগান, গেটের সামনে মলমূত্র ত্যাগ দর্শনার্থীদের! কোথায় ঘটল এমন ঘটনা?
এক ব্যক্তি এই ছবি শেয়ার করে লেখেন, 'অনেকটাই একরকম। অল্প বয়সের সইফকে ওয়েলকাম ব্যাক।' আরেক ব্যক্তি লেখেন, 'দিল চাহ্তা হ্যায় ছবিতে সইফকে যেমন লেগেছিল ইব্রাহিমকে ঠিক অমন লাগছে।'
তৃতীয় ব্যক্তি লেখেন, 'সইফের নিজের থেকেও বেশি ওর মতো দেখতে।' চতুর্থ জন লেখেন, 'বাবা আর ছেলে তো কপি পেস্ট পুরো।'
প্রসঙ্গত কেবল ইব্রাহিম আলি খান নন। তাঁর দিদি সারা আলি খান যখন ডেবিউ করেছিলেন বলিউডে তখন শুরুর দিকে তাঁকে দেখেও অনেকে তাঁদের মা অমৃতা সিং বলে মনে করতেন।
আরও পড়ুন : 'গুজরাটি ভদ্রলোক'কে খুশি করতেই ডান্ডিয়া খেললেন মুখ্যমন্ত্রী! কার্নিভাল নিয়ে ঋত্বিকের নিশানায় মোদী - মমতা
আরও পড়ুন : মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়নি জুনিয়র ডাক্তাররা, এবার খোলাচিঠিতে রাজ্যকে তোপ সব্যসাচী, চন্দন, অনীকদের
ইব্রাহিম আলি খানের কাজ
এই বিষয়ে আরও একটি জিনিস জানিয়ে রাখা ভালো, ইব্রাহিম আলি খান শীঘ্রই বলিউডে ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী তাঁকে ধর্মা প্রোডাকশন প্রযোজিত ছবিতে দেখা যাবে। তাও কাজলের সঙ্গে। সেই ছবির নাম হয়তো সরজমিন হতে পারে।