সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। সলমন খানের জন্মদিনে অভিনেতার পানভেল ফার্ম হাউসে হাজির হয়েছিলেন ইব্রাহিম। সামাজিক মাধ্যমে তাঁর এক অদেখা ছবি ভাইরাল হয়েছে।
রাজনীতিবিদ বিনা কাক ইনস্টাগ্রামে ইব্রাহিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। বেইজ রঙের হুডি পরে ছবিতে দেখা গেছে সইফের বড় ছেলেকে। সঙ্গে রয়েছে সোহেল পুত্র নির্বান। তিনি পার্টিতে আরবাজ খান, আয়ুশ শর্মা, রিতেশ দেশমুখ এবং মুদাসার আজিজ সহ অন্যান্য অতিথিদের সঙ্গেও ছবি পোস্ট করেছেন।

বলিউডে পা রাখতে চলেছে সইফ পুত্র। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ইব্রাহিম। ছবিতে নাম-ভূমিকায় রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এছাড়াও ছবিতে থাকবেন জয়া বচ্চন, শাবানা আজমি এবং ধর্মেন্দ্র।
করণ জোহরের পার্টি থেকে শুরু করে বলিউডের বিভিন্ন তারকাদের পার্টিতে হাজির হতে দেখা যাচ্ছে সইফ পুত্রকে। বিভিন্ন সময় নেটমাধ্যমে ইব্রাহিমের ছবি ভাইরাল হচ্ছে। নিজের বলিউডি যাত্রা শুরু করতে সইফ পুত্র শীঘ্রই।