সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান 'সরজমিন' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কায়োজে ইরানি পরিচালিত এবং করণ জোহরের সহ- প্রযোজনায় এই ছবিটি মুক্তি পাবে। ইব্রাহিম আলি খান ছাড়াও এই ছবিতে কাজল ও পৃথ্বীরাজ সুকুমারানকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ২০২৪ সালের এপ্রিলে ছবির শ্যুটিং শেষ হয়েছে। অতিরিক্ত যে অংশগুলি ছবিতে যোগ করা হবে সম্প্রতি সেই অংশগুলির শ্যুটিং চলছে। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এই ছবিটি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতে রিলিজ করার লক্ষ্য রয়েছেন নির্মাতারা। অনুমান করা হচ্ছে আসন্ন প্রজাতন্ত্র দিবসে এই ছবি মুক্তি পেতে পারে।
ইন্ডিয়া টুডে -এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'সরজমিন'- এর শ্যুটিং এপ্রিলে শেষ হয়েছে, সম্প্রতি কিছু অংশ পুনরায় শ্যুট করা হয়েছে। যদি পোস্ট- প্রোডাকশন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়, তাহলে ছবিটি ২০২৫ সালের জানুয়ারিতে রিলিজ হতে পারে। সম্ভবত প্রজাতন্ত্র দিবসের কাছাকাছি কোনও দিন এই ছবিটি প্রেক্ষাগৃহে আসতে পারে। ছবিতে দেশাত্মবোধক বিষয় থাকবে বলেও আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ভক্তের ডাকে সারা দিয়ে 'দিল' জিতে নিলেন দিলজিৎ! কলকাতা সফরের আগে যা কাণ্ড করলেন গায়ক
মজার বিষয় হল, ইব্রাহিম আলি খানের দিদি সারা আলি খান এবং অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স'ও ২০২৫ সালে প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে বলে শোনা গিয়েছে। সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর পরিচালিত ছবিটিও দেশপ্রেমের গল্প বলবে। ভারতের উপর পাকিস্তানের প্রথম বিমান হামলার কাহিনি ফুটে উঠবে এই ছবিতে।
অন্যদিকে, 'সরজমিন' -এ কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একজন সেনা অফিসারের মিশনের গল্প দেখানো হবে। ইব্রাহিমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ছবিতে, তিনি ছাড়াও কাজল এবং পৃথ্বীরাজ সুকুমারন উল্লেখযোগ্য ভূমিকায় থাকছেন। কিন্তু তাঁদের চরিত্রটা ঠিক কী রকম হতে চলেছে তা অবশ্য এখনও অপ্রকাশিত। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কায়োজে ইরানি।
এই ছবিতে পর্দায় প্রথম ইব্রাহিমকে দেখা গেলেও, এর আগে তিনি ছবিতে কাজ করেছেন তবে পর্দার পিছনে থেকে। তিনি 'রকি অর রানি কি প্রেম কাহানি'- তে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেছিলেন। এই ছবির হাত ধরেই পাঁচ বছর পর করণ জোহর পরিচালনায় ফেরেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। তাছাড়াও 'রকি অর রানি কি প্রেম কাহানি'- তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রকে। তাঁরা ছাড়াও টলিউডের টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে আলিয়ার বাবা-মায়ের চরিত্রে দেখা গিয়েছিল।