সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কান্দাহার বিমান অপহরণের বাস্তব প্রেক্ষাপটে তৈরি ওয়েব সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’। অনুভব সিনহার এই সিরিজ মুক্তির পর শুরু নয়া বিতর্ক। সিরিজে কেন মুসলিম সন্ত্রাসবাদীদের নাম ভোলা ও শঙ্কর হিসাবে তুলে ধরা হয়েছে? এমন প্রশ্ন উঠে। বিতর্কের জল গড়ায় আদালত পর্যন্ত। এর মাঝেই নেটফ্লিক্স ঘোষণা করল হাইজ্যাকারদের আসল এবং কোড নাম. উভয়ই সিরিজের ওপেনিং ডিসক্লেইমার যোগ করা হয়েছে।
জানানো হয়, ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪ হ্যাইজ্যাকের সাথে অপরিচিত দর্শকদের সুবিধার জন্য, হ্যাইজ্যাকারদের আসল এবং কোড নাম দুটোই ওপেনিং ক্রেডিটে যোগ করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট প্রধান মনিকা শেরগিল এক বিবৃতিতে বলেন, ‘সিরিজের কোড নামগুলি মূল ঘটনার সময় ব্যবহৃত হয়, যার প্রতিফলন ঘটেছে’।
তিনি আরও উল্লেখ করেন যে ভারতে গল্প বলার একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে - এবং ‘আমরা এই গল্পগুলির খাঁটি উপস্থাপনা প্রদর্শন করতে প্রতিশ্রুতিবদ্ধ’। এই প্রসঙ্গে উল্লেখ্য়, নেটফ্লিক্স কনটেন্ট হেডকে ৩ সেপ্টেম্বর তলব করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
'আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক' বিতর্ক
সিরিজ মুক্তির পর নেটপাড়ার একটা অংশ দাবি করে, যে নির্মাতারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সন্ত্রাসীদের আড়ার করার জন্য হ্যাইজ্যাকারদের নাম 'শঙ্কর' এবং 'ভোলা' রেখেছেন। এরপরই শুরু হয় #বয়কটনেটফ্লিক্স ট্রেন্ড।
অনুভব সিনহা পরিচালিত এই সিরিজটি ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর পাঁচ সন্ত্রাসী দ্বারা ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি -৮১৪ বিমান ছিনতাইয়ের উপর ভিত্তি করে নির্মিত, যে বিমানটি কাঠমান্ডু থেকে দিল্লি আসছিল। গত ২৯ শে অগস্ট নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে এই সিরিজের। যেখানে অভিনয় করছেন বিজয় বর্মা, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, পত্রলেখার মতো তারকারা। অনুভব সিনহার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করার অভিযোগ আনা হয়েছে।
নেটফ্লিক্স প্রধানকে কেন তলব করা হয়েছে, এই প্রশ্নের উত্তরে এক সরকারি আধিকারিক সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘দেশের মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করার অধিকার কারও নেই। ভারতের সংস্কৃতি ও সভ্যতাকে সবসময় সম্মান করা উচিত। কোনও কিছু ভুল ভাবে চিত্রিত করার আগে ভাবা উচিত’।
১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমান আইসি-৮১৪ ছিনতাই করে পাঁচ জঙ্গি- ইব্রাহিম আথার, সানি আহমেদ কাজি, জহুর ইব্রাহিম, শহীদ আক্তার ও সৈয়দ শাকির। ১৫৪ জন যাত্রী ও ক্রুকে আট দিন আটকে রাখা হয় আফগানিস্তানের কান্দাহারে। কট্টর জঙ্গি মাসুদ আজহার, ওমর শেখ এবং মুস্তাক আহমেদকে ভারত সরকার মুক্তি দিলেই মিলবে রেহাই, সাফ জানিয়েছিল হ্যাইজ্যাকাররা। ভারত সরকার অবশেষে সেই দাবি মেনে নেয়। তৎকালীন বিদেশমন্ত্রী যশবন্ত সিং একটি বিশেষ বিমানে কান্দাহারে নিয়ে যান তিন জঙ্গিকে নিয়ে। সেই ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ কাপুর।