ধারাবাহিক আসা যাওয়ার খেলায় থামল ইচ্ছে পুতুল ধারাবাহিকের পথ চলা। জি বাংলার অন্যতম হিট মেগা ছিল এটি। টিআরপি লিস্টেও ভালোই ফল করে সেরা দশে জায়গা টিকে থাকত প্রতি সপ্তাহে। তবুও শেষ রক্ষা হল না। মাত্র এক বছর দুই মাসের মাথাতেই থামল মেঘ, ময়ূরী এবং নীলের গল্প। শেষদিনে কী জানানো হল চ্যানেলের তরফে?
ইচ্ছে পুতুল ধারাবাহিকের শেষ পর্ব
প্রায় এক বছর আগে দুই বোন এবং তাঁদের একই জনকে ভালোবাসার গল্প নিয়ে শুরু হয়েছিল ইচ্ছে পুতুল। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস এবং শ্বেতাকে। অবশেষে এই ধারাবাহিক শেষ হল। আর শেষ দিনে একটি বিশেষ পোস্ট করা হল চ্যানেল কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন: বিয়ের পর শ্রীময়ীকে রাত জাগাচ্ছেন কাঞ্চন! অভিনেত্রী বললেন, 'আমায় কি এখনও...'
এই ভিডিয়োতে শ্যুটিংয়ের বিভিন্ন ক্লিপ দেখা যাচ্ছে। সঙ্গে অভিনেতারাও নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন। নীল ওরফে মৈনাককে এদিন বলতে শোনা যায়, 'অদ্ভুত লাগছে। কী করে আগের জীবনে ফিরব জানি না। আর এই সিরিয়ালের কল টাইম আসবে না এটা ভেবে খারাপ লাগছে।'
চ্যানেলের তরফে এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, 'শেষ কথা কে বলবে? শেষ হল ইচ্ছে পুতুলের ১ বছর ২ মাসের পথচলা- দর্শকদের ধন্যবাদ ইচ্ছে পুতুল-কে এত জনপ্রিয় করে তোলার জন্য। মেঘ-ময়ূরীর পথচলা তবে এখানেই শেষ!'
আরও পড়ুন: 'এখনও ছাড়িনি, কিন্তু...' বিজেপির সঙ্গে সম্পর্ক অটুট, তবে কি লোকসভায় লড়ছেন পার্ণো?
আরও পড়ুন: 'কেরিয়ারের সব থেকে বড় ছবি...' অপেক্ষার অবসান, ভুল ভুলাইয়া ৩ এর শ্যুট শুরু করলেন কার্তিক
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'ভীষণ মিস করবো ইচ্ছে পুতুলকে, স্পেশালি মেঘ আর মেঘের বাবাকে, ওদের জন্যই ভালো লাগতে বেশি।' আরেকজন লেখেন, 'খুব প্রিয় সিরিয়াল ছিল। খুবই মিস করব। তোমরা সব ভালো ভালো ধারাবাহিকগুলো শেষ করে দাও। আর জঘন্য বস্তাপচা সিরিয়ালগুলো চালিয়ে নিয়ে যাও। জঘন্য।' কেউ আবার লেখেন, 'এই সিরিয়ালটা যেন জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। মেঘ ময়ূরী যেন আমাদেরই বাড়ির কেউ। খুবই মিস করব।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এত পছন্দের! আবার এর পার্ট দুই দেখতে চাই। সবার অভিনয় খুব সুন্দর। এর পার্ট দুই দেখতে চাই মানে চাই।'
সোমবার থেকে এই ধারাবাহিকের জায়গায় আসতে চলেছে যোগমায়া। সেখানে উঠে আসবে এক মেয়ের স্বপ্নপূরণের গল্প। অভিনয়ে থাকবেন নেহা অমনদীপ এবং সৈয়দ আরেফিন।