চলতি বছরের শুরুতে কন্যা সন্তানের বাবা হয়েছেন বরুণ ধাওয়ান। অভিনেতা নিজের জীবনের নতুন অধ্যায়কে ঘিরে দারুণ উত্তেজিত। ছেলেবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে ২০২১ সালে বিয়ের পর্ব সেরেছিলেন বরুণ। এখন মেয়েকে ঘিরেই বরুণের গোটা দুনিয়া। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাবা-মা হওয়া পর তাঁদের দুজনের মধ্যেই দায়িত্ববোধের নতুন অনুভূতি এসেছে। আরও পড়ুন-মেয়ের বয়স ৫ মাস! বলি নায়িকার সঙ্গে মিলিয়ে খুদের নাম রেখেছেন বরুণ, অর্থ জানুন
পিতৃত্ব নিয়ে অকপট বরুণ
বরুণ বলেন, ‘আমার মনে হয় যখন কোনও নারী বা যে কোনও পুরুষ বাবা-মা হন, মায়ের জন্য এটি একটি আলাদা অভিজ্ঞতা। আমার মনে হয় তিনি মুহূর্তে একটি বাঘিনী হয়ে ওঠেন। কিন্তু একজন মানুষ হিসেবে আমি বলব, যখন আমরা (পুরুষরা) বাবা হই, তখন কোনও কারণে আপনি আপনার মেয়ের প্রতি একটা সুরক্ষা অনুভব করেন। আমি নিশ্চিত যে আপনি পুত্রদের জন্যও অনুভব করেন, তবে কন্যার প্রতি... যদি কেউ তার এতটুকু (সামান্য) ক্ষতি করে তবে আমি তাদের খুন করব। কথাটা বলতে বলতে আমি গম্ভীর হয়ে যাই। আক্ষরিক অর্থেই, আমি তাদের হত্যা করব।’
তিনি তার শৈশবের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, 'আমি আমার বাবা ডেভিড ধাওয়ানকে এখন একটু ভালোভাবে বুঝতে শুরু করেছি, তার নিরাপত্তাহীনতা, তার রেগে যাওয়া, 'ঠিক সময়ে বাড়িতে থাকো' নিয়ে তার উদ্বেগ.. তিনি শুধু চেয়েছিলেন সবাই একসঙ্গে থাকুক, একটা পরিবার হয়ে। আমি কখনই এটা বুঝতে পারতাম না, আমি বলতাম, ‘তার সমস্যাটি কী? আমি তো বাচ্চা নই, ও কেন আমাকে ওঁরা কাছে রাখতে চায়।’
বরুণ ধাওয়ানের স্ত্রী এবং নাতাশা দালাল ৩ জুন মুম্বাইয়ের একটি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ফার্দাস ডে-র দিন মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেন বরুণ। মেয়ের বয়স এখন সবে ৫ মাস। এখনও মেয়ের মুখ দেখাননি অভিনেতা।
সম্প্রতি, অমিতাভ বচ্চনের শো কৌন বনেগা ক্রোড়পতি ১৬-তে মেয়ের নাম ফাঁস করেন বরুণ। জানান, তিনি তাঁর মেয়ের নাম রেখেছেন লারা ধাওয়ান। তিনি আরও বলেন, মেয়েকে ঘুম পাড়াতে গানও গেয়ে থাকেন। বরুণ ও নাতাশা চলতি বছর ফেব্রুয়ারি মাসে সন্তানের আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন। এখন মেয়েকে ঘিরেই বরুণের গোটা জগত।
বরুণকে সম্প্রতি দেখা গিয়েছে রাজ অ্যান্ড ডিকে-র সিটাডেল: হানি বানি-তে দেখা যাবে। গত, ৭ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এই ছবি।
আগামিতে অ্যাকশন থ্রিলার ছবি বেবি জনেও দেখা যাবে বরুণকে। এতে আরও অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি এবং রাজপাল যাদব। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে বেবি জন।