বাংলা নিউজ > বায়োস্কোপ > Pilu: জি বাংলার জনপ্রিয় নায়িকা ফিরছেন ‘পিলু’তে, দেখা যাবে খলনায়িকার চরিত্রে?

Pilu: জি বাংলার জনপ্রিয় নায়িকা ফিরছেন ‘পিলু’তে, দেখা যাবে খলনায়িকার চরিত্রে?

পিলু-তে কামব্যাক ইধিকার

পিলু-র সঙ্গে ছোটপর্দায় ফিরছেন ‘রিমলি’। ইধিকা কি এবার নেগেটিভ চরিত্রে?

বছর শেষের আগেই বড় চমক বাংলা টেলিভিশনে। স্টার জলসার পাশাপাশি জি বাংলা-তেও বেশ কিছু রদবদল দেখা যাচ্ছে নতুন বছরে। মাস কয়েক আগেই সামনে এসেছিল চ্যানেলের আসন্ন ধারাবাহিক ‘পিলু’র প্রথম প্রোমো। আর শনিবার সব হিসাবে পালটে সামনে এল আপকামিং এই শো-এর দ্বিতীয় প্রোমো। 

প্রথম প্রোমোতেই জানা গিয়েছিল এই সিরিয়ালের সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু করতে চলেছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী মেঘা দাঁ। মেঘার বিপরীতে টিভির পর্দার জনপ্রিয় মুখ গৌরব রায় চৌধুরী। গৌরবকে সম্প্রতি ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে দেখেছে দর্শক, এই মেগার সঙ্গে জি বাংলায় কামব্যাক করছেন ত্রিনয়ণীর নায়ক। সব এই ধারাবাহিকের একটা বিরাট চমকের কথা ফাঁস হল নতুন প্রোমোয়। শুধু গৌরবের কামব্যাকই নয়, পিলুর সঙ্গে ফের একবার জি বাংলা-তেই ফিরছে ‘রিমলি’ ইধিকা পাল। মাস কয়েক আগেই কম টিআরপির জেরে শেষ হয়ে হয়েছিল রিমলি। এবার ওই সিরিয়ালের নায়িকাই এবার আসছেন পিলু-র খলনায়িকা হয়ে। 

টেলিপাড়া সূত্রে খবর, পিলুতে গ্রে শেডের চরিত্রেই থাকবেন ইধিকা। কিন্তু তার মতো পরিচিত মুখকে নেওয়া হয়েছে মানে চরিত্রের পরিসর যে বেশ বড় হবে তা বেশ স্পষ্ট। এই সিরিয়ালে থাকছেন অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, কৌশিক চক্রবর্তীর মতো অভিজ্ঞ শিল্পীরা। 

কেমন হবে পিলুর কাহিনি? লোকগান শিল্পী পিলু বয়না পাবে এমন বাড়িতে গান করবার সেখানে সকলেই শাস্ত্রীয় সংগীত বিশারদ। তবে পিলুর সুর মন ছুঁয়ে যাবে বাড়ির কর্তার। এরপরই পিলুর আবদার সেও শাস্ত্রীয় সংগীত শিখতে চায়। তখন পিলুকে গান শেখানোর ভার পরে ওস্তাদজির প্রিয় শিষ্য আহির (গৌরব)-এর উপর। কেমনভাবে সংগীতের সুর জুড়ে দেবে আহির আর পিলুর মন, সেই প্রেক্ষাপটেই এগোবে এই সিরিয়ালের গল্প। 

 

 

 

বন্ধ করুন