১৯৮০ সালের বদলে যদি সত্যজিৎ রায় এই সময় দাঁড়িয়ে হীরক রাজার দেশে বানাতেন তাও আবার হিন্দিতে। তাহলে কাদের কোন চরিত্রে নিতেন? এক শিল্পী সেটাই কল্পনা করে দেখালেন। আর সেটা দেখেই চমকিত হলেন সকলে।
আরও পড়ুন: আটদিনে প্রায় ৪০ কোটি ছুঁয়ে ফেলল চান্দু চ্যাম্পিয়নের আয়! অষ্টম দিনে বক্স অফিসে হল কত লক্ষ্মীলাভ?
শিল্পীর ভাবনায় নতুন হীরক রাজার দেশের সদস্যরা
শহীদ এসকে নামক এক ব্যক্তি সম্প্রতি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে হীরক রাজার দেশে যদি সত্যজিৎ রায় এখন হিন্দি ছবির অভিনেতাদের নিয়ে বানাতেন তাহলে কাদের কোন চরিত্রে নিতেন বা তাঁদের কেমন লাগত সেটাই কল্পনা করে দেখালেন।
শিল্পীর কল্পনায় এদিন দেখা গেল উৎপল দত্তের জায়গায় হীরক রাজা হিসেবে পঙ্কজ ত্রিপাঠিকে। গুপী গাইন অর্থাৎ তপন সিনহার জায়গায় তিনি ভিকি কৌশল এবং বাঘা বাইন অর্থাৎ রবি ঘোষের জায়গায় রাজপাল যাদবকে কল্পনা করেছেন। উদয়ন পণ্ডিত হিসেবে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জায়গায় মনোজ বাজপেয়ীকে তুলে ধরেছেন। বিদূষক হিসেবে দেখিয়েছেন সুনীল গ্রোভারকে। গবেষক হিসেবে অনুপম খেরকে দেখিয়েছেন এই শিল্পী। পরেশ রাওয়াল সভা কবি, আমত্য হিসেবে সঞ্জয় মিশ্র, রঘুবীর যাদবকে তুলে ধরেছেন তিনি।
এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন শিল্পী। কোনও কোনও চরিত্রের যেমন বাহবা পেয়েছেন তেমন কোনও চরিত্রের জন্য কটাক্ষও পেয়েছেন। এই যেমন অনেকের মতেই গুপী বাঘার চরিত্র ঠিকঠাক হলেও গবেষকের চরিত্রে একেবারেই অনুপম খেরকে মানায়নি।
আরও পড়ুন: ১৭ বছরের প্রথা ভেঙে এবার বিগ বস হাউজে ঢুকবে মোবাইল! সঙ্গে কোন টুইস্টের ইঙ্গিত দিলেন অনিল কাপুর?
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'খুব সুন্দর মানিয়েছে। বিশেষ করে শেষ ছবিটা একটা রোমহর্ষক অনুভূতির সঞ্চালন করে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'যদিও লুকে মানিয়েছে দারুণ, তবুও বলতে হয় ওই যা অভিনয় উৎপল দত্ত করে গেছেন, আর কারও পক্ষে কখনও সম্ভব বলে মনে হয় না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গবেষকের চশমাটা গোল ছিল, একদমই মানায়নি। এত চড়া মেক আপে বরফি।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'দারুণ মানিয়েছে উদয়ন পন্ডিতকে।'